আন্তর্জাতিকজাতীয়সন্দেশ

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নি’হত!

দিনাজপুর সদর উপজেলার দাইনুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে চোরাই পথে শুঁটকি আনতে যাওয়ার সমত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নি’হত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শুঁটকি ব্যবসায়ী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার সময় ৫ জন শুঁটকি ব্যবাসায়ী দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে এলোপাথাড়ি গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন মিনার। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। 

আরও পড়ুন# ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু গর্ভবর্তী নারীর, হাসপাতাল ঘেরাও করলেন স্বজনরা!

নিহত মিনার (১৮) সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। একইদিনের ঘটনায় নিখোঁজ রয়েছেন একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুল ইসলামের ছেলে এমদাদুল (২৮) ও একই এলাকার সালমান আলীর ছেলে সাগর (২০)।

দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নি’হত মিনারের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।