ক্রিকেটখেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে টাইগারদের একাদশ!

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দিয়ে শুক্রবার (৭ অক্টোবর) শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ সময় সকাল ৮ টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে লড়াইয়ে নামবে দুই দল। এ ম্যাচে কোন একাদশ নিয়ে খেলতে নামবে বাংলাদেশ? কারা করবেন ওপেনিং?

গত কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ইনিংস ওপেন করেছেন দুই মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। মিরাজ কিছুটা ছন্দে থাকলেও একেবারেই জ্বলে উঠতে পারেননি সাব্বির। সে কারণে ওপেনিংয়ে জায়গা হারাতে পারেন তিনি, তার পরিবর্তে নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে মিরাজের সঙ্গী হিসেবে।

আরও পড়ুন: অবশেষে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

নিশ্চিতভাবেই দলে থাকার কথা লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে পরিবর্তন আসতে পারে বোলিং লাইনে। নিউজিল্যান্ডের উইকেট বিবেচনায় ৪ জন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে একাদশে সুযোগ মিলতে পারে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান/নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান(অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান(উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।