ক্রিকেটখেলাধুলা

প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বে পাকিস্তান: শোয়েব আখতার!

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সদ্যই চোট থেকে ফেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফেরানো হয়েছে স্কোয়াডে। তবে সবশেষ এশিয়া কাপে হতাশ করা বাঁহাতি ব্যাটার ফখর জামানের জায়গা হয়নি।

এদিকে পাকিস্তানের এই বিশ্বকাপ দল নিয়ে মোটেও খুশি নন শোয়েব আখতার। পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ও হেড কোচ সাকলায়েন মুশতাককে রীতিমতো ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক এই তারকা বোলার। তার মতে, আধুনিক ক্রিকেটের কিছুই বোঝেন না মুশতাক। এই দল দেখে শোয়েবের ভয়, হয়তো প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে হবে পাকিস্তানকে।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় বিশ্বকাপ দল নিয়ে কথা বলেন শোয়েব। তার ভাষ্য, এটা কেমন দল নির্বাচন? তারা বলেছিল ধারাবাহিকতা রেখে একটা দল নির্বাচন হবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু দলের মিডল-অর্ডারে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত শোয়েব মানতে পারেননি।

তিনি বলেন ‘মূল সমস্যা ছিলো মিডল অর্ডারে কিন্তু নির্বাচকরা এটিকে গুরুত্বই দিলো না এবং কোনো পরিবর্তনও করল না। আমি অনেকবার বলেছি ফাখর জামানকে প্রথম ছয় ওভার খেলতে দিন কারণ অস্ট্রেলিয়ায় ওর জন্য তা মানানসই হবে এবং বাবর আজমকে টপ অর্ডারে রাখুন।’

আরও পড়ুন: বড় চমক নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড!

সাবেক সতীর্থ ও দলের হেড সাকলায়েনের সমালোচনায় শোয়েব বলেন, ‘যখন প্রধান নির্বাচক গড়পড়তা মানের, তখন এমন সিদ্ধান্তই আসবে। সাকলায়েন ২০০২ সালে শেষ ক্রিকেট খেলেছে। সে আমার বন্ধু তাই বলতে খারাপ লাগছে। কিন্তু আমার মনে হয় না টি-টোয়েন্টি ক্রিকেটের কোনো ধারণা তার আছে।’

তবে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের ওপর আস্থা রয়েছে তার, ‘অন্যদিকে মোহাম্মদ ইউসুফ আছে দলের সঙ্গে। সে থাকতে কীভাবে আমাদের ব্যাটিং পারফর্ম করে না? ড্রেসিংরুমের জন্য বড় সম্পদ ইউসুফ। কিন্তু আমি জানি না এই দলে তার কথা বলার জায়গা কতটুকু।’

দলে ইফতিখার আহমেদের উপস্থিতি নিয়েও সমালোচনা করেছেন শোয়েব। টুকটুক ব্যাটিং করা সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের সঙ্গে তুলনা করে তিনি বলেন, মাশাআল্লাহ! ইফতিখার তো দ্বিতীয় মিসবাহ। আমাদের আগে থেকেই (ধীর গতির ব্যাটসম্যান) মোহাম্মদ রিজওয়ান আছে, এখন ইফতিখারও যোগ দিলো।

সেকারণেই বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কার কথা জানিয়ে শোয়েব বলেন, ‘এই দল নিয়ে আমরা হয়তো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাব। আমি ভয় পাচ্ছি কারণ আমাদের ব্যাটিংয়ে কোনো গভীরতা নেই। আমাদের অধিনায়কও এই ফরম্যাটের সঙ্গে মানানসই নয় কারণ সে সবসময় দৃষ্টিনন্দন কভার ড্রাইভের খোঁজে থাকে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।