জাতীয়সন্দেশ

বিনা টিকেটে রেল ভ্রমণ করায় জরিমানা ৩০ হাজার!

বিনা টিকেটে রেল ভ্রমণের সময় ২৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদেরকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে রুটিন চেকের অংশ হিসেবে এসব জরিমানা আদায় করা হয়।

বুধবার দুপুরে এ জরিমানা করেন পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার।

আরও পড়ুন# সায়েদাবাদে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন পুলিশ সদস্য!

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার জানান, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে চেকিংয়ের ২৫ জনকে টিকিট ছাড়া পাওয়া যায়। তাদের কাছ থেকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, টিকেট ছাড়া ভ্রমণ করা রেলওয়ের আইন অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ।  টিকেট ছাড়া ভ্রমণের জরিমানা হিসেবে টিকেটের মূল্যের ২০০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। বিনা টিকেটে ভ্রমণের পাশাপাশি ট্রেনের ছাদে ভ্রমণকারীদেরকেও জরিমানা করা হয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।