ক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপে ভারতকে ফেভারিট হিসেবেই দেখছেন জয়াবর্ধনে!

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক আসরগুলোতে তেমন সুবিধা করতে পারছে না ভারত। দলে তারকা ক্রিকেটারের অভাব নেই, তবে শিরোপারও দেখা নেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেও যেতে পারেনি টিম ইন্ডিয়া। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও পেরুতে পারেনি সুপার ফোরের গণ্ডি। দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে তারকায় ঠাসা ভারতের শিরোপা জেতার সম্ভাবনা কেমন?

লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে অবশ্য ফেভারিট হিসেবেই দেখছেন ভারতকে। সম্প্রতি টিম ইন্ডিয়ার দুর্বলতা ও সম্ভাবনা–সব দিক নিয়েই আইসিসি রিভিউতে কথা বলেন শ্রীলঙ্কার সবচেয়ে সফল এই সাবেক অধিনায়ক।

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কিছুদিন আগে ইনজুরিতে পড়েছেন। বিশ্বকাপেও তাকে পাচ্ছে না ভারত। প্রয়োজনীয় মুহূর্তে জাদেজা কতটা কার্যকরী বোলার এবং পাওয়ার হিটার ব্যাটার–সেটা এশিয়া কাপে তার অনুপস্থিতিতে ভালোভাবেই বেশি টের পেয়েছে দল। আর তাই বিশ্বকাপে তার না থাকাকে বড় ধাক্কা হিসেবেই দেখছেন জয়াবর্ধনে।

এই ব্যাপারে তিনি বলেন, ‘এটা ভারতীয় দলের কাছে একটা চ্যালেঞ্জ। জাদেজা দারুণভাবে পাঁচ নম্বর ব্যাটার হিসেবে দলে ফিট হয়ে গিয়েছিলেন। তিনি ভালো ব্যাটিং করছিলেন। টপ অর্ডারে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জাদেজার অলরাউন্ডার হিসেবে উপস্থিতি দলের ক্ষেত্রে ভালো বিকল্প হয়ে উঠেছিল। এতে ব্যাটিং অর্ডারে ফ্লেক্সিবিলিটি আসে, অর্থাৎ ঘুরিয়ে-ফিরিয়ে ক্রিকেটারদের পরিস্থিতি অনুযায়ী নামানো যাচ্ছিল।’

তবে জাদেজা যেহেতু একজন বাঁ-হাতি ব্যাটার। তার জায়গাতে দীনেশ কার্তিকের চেয়ে রিশভ পন্ত বেশি কার্যকরী হতে পারে বলে মনে করেন জয়াবর্ধনে। পন্তকে চার বা পাঁচে ভারত খেলাবে বলে ধারণা এই কিংবদন্তির।

আরও পড়ুন: প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বে পাকিস্তান : শোয়েব আখতার!

বিশ্বকাপে ভারতের সাফল্য যে অনেকখানি নির্ভর করবে কোহলির ওপর, তা নিয়ে সংশয় নেই জয়াবর্ধনের। বলেন, ‘কোহলি শুধু বড় রানটাই পাচ্ছিলেন না নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার জন্য। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। কিন্তু এই ফর্মে ফেরাটা প্রত্যাশিতই ছিল। হালকা চোট-আঘাতের সমস্যা ছিল। ভারত ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজ করার প্রক্রিয়ায় বিরাটকেও বিশ্রাম দিয়েছে। এশিয়া কাপে তিনি ভালো ব্যাট করেছেন। দেখিয়ে দিয়েছেন তিনি কী করার ক্ষমতা রাখেন।’

তিনি আরও বলেন, ‘তিন নম্বরে নেমে কোহলি দলের ব্যাটিং লাইনআপে যে ভরসা দিয়ে থাকেন এবং আত্মবিশ্বাস ছড়িয়ে দেন, তা নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ফ্যাক্টর হতে চলেছে, যা প্রতিপক্ষের জন্য ভাবার বিষয়ও। কোহলিকে চেনা ছন্দে ব্যাট করতে দেখে ভালো লাগছে। প্রতিটি দলই চাইবে সেরা ক্রিকেটাররা সেরা ফর্মে থাকুন। বিশ্বকাপে এটা খুব জরুরিও।’

এছাড়াও, চোট কাটিয়ে জাসপ্রীত বুমরাহর বিশ্বকাপ স্কোয়াড্র ফেরাকে ভারতের জন্য দারুণ ব্যাপার বলে মনে করছেন তিনি। বিশ্বকাপে তার বোলিং ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেই আশাবাদী মুম্বাই ইন্ডিয়ানসের এই কোচ।

সর্বোপরি ভারতের সম্ভাবনা নিয়ে বলেন, ‘ভারতের খেলার ধরন, স্কিল কিংবা প্রতিভা নিয়ে কিছু বলার নেই। শুধু তিন বিভাগে আরও কিছুটা আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়াটা জরুরি। এই বিষয়গুলোর ক্ষেত্রে ভারত উন্নতি করতে চাইবে। বিশ্বকাপে ধারাবাহিকতা খুব জরুরি। সঠিক সময়ে সেরা ক্রিকেট খেলাটাই মূলকথা। সেই পর্যায়ে নিজেদের খেলা নিয়ে যেতে পারলে ভারত বিশ্বকাপে ভালো ফল করবে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।