অর্থনীতিবিশ্ববাণিজ্যব্যবসা-বাণিজ্য

বিশ্ববাজারে ৯ মাসে সর্বনিম্নে নেমেছে জ্বালানি তেলের দাম!

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা উঁকি দিলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেই চলেছে। চলতি বছর প্রথম বারের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে ৮৫ ডলারের নিচে নেমে গেছে। এটা বিগত ৯ মাসে জ্বালানি তেলের সর্বনিম্ন দামের রেকর্ড।

গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৮৪ দশমিক ৫১ ডলারে নেমেছিল, যেটা গত জানুয়ারি মাসের পর থেকে চলতি মাস পর্যন্ত সর্বনিম্ন রেকর্ড।

একই দিনে যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমে গেছে। ডব্লিউটিআই’র দাম শূন্য দশমিক ৯ শতাংশ বা ৭৪ সেন্ট কমে প্রতি ব্যারেল ৭৮ ডলার হয়েছিল। তবে লেনদেনের একপর্যায়ে এর দাম প্রতি ব্যারেল ৭৭ দশমিক ২১ ডলারে নেমে গিয়েছিল, যা গত জানুয়ারি মাসের পর থেকে সর্বনিম্ন রেকর্ড।

আরও পড়ুন: তিতাস গ্যাসের ঘুষ বাণিজ্যে গ্রাহকরা অসহায়!

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত হারে বাড়তে থাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি তেলের এই দাম এখন নিম্নমুখী।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী সুদের হার বাড়ানো হয়েছে। এতে বৈশ্বিক মন্দার ঝুঁকিও বেড়ে গেছে। এর ফলে জ্বালানি তেলের চাহিদা আগের চেয়ে কমে গেছে। এর সাথে যোগ হয়েছে মার্কিন ডলারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রভাব। এতে অনেক দেশের জ্বালানি তেল ক্রয়ক্ষমতা কমেছে। এর ফলেই জ্বালানি তেলের দাম কমছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।