ক্রিকেটখেলাধুলাজাতীয়

বোর্ড কমিটির সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত!

বিসিবির বর্তমান কমিটির ৭ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার (২ অক্টোবর)। এবারের বোর্ড সভার মূল এজেন্ডা ছিল স্বপ্নের শেখ হাসিনা স্টেডিয়াম। এছাড়া বিপিএলের চূড়ান্ত ৭ দল কিংবা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইস্যুতেও অবসান হয়েছে সব জটিলতার। টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি বিক্রির বিষয়েও নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। বোর্ডসভা শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

বিপিএলে দল নিয়ে আর কোনো জটিলতা চায় না বোর্ড। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইস্যুতেও ইতিবাচক সমাধান হয়েছে। তিন বছরের চুক্তির বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে দুপক্ষ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘১১টা অ্যাপ্লিকেশন পাওয়া গিয়েছিল, তার মধ্যে ৭টা শর্টলিস্ট করে সিলেকশন হয়েছে। এটার মধ্যে তো আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।’

আরও পড়ুন: পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা!

এদিকে জানা যায়, আগামী তিন বছরের মধ্যেই বাস্তবে রূপ নেবে স্বপ্নের শেখ হাসিনা স্টেডিয়াম। কনসালট্যান্টের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর মাস ছয়েকের মধ্যেই শুরু হবে নির্মাণকাজ। শেষ হতে লাগবে সর্বোচ্চ ত্রিশ মাস।

সব ঠিক থাকলে আগামী বছরের প্রথমাংশেই শুরু হবে স্টেডিয়ামের কাজ। এর বছর তিনেক পরেই অর্থাৎ ২০২৫ সালের শেষেই ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে শেখ হাসিনা স্টেডিয়াম।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘পপুলাসকে দেয়া হয়েছে দায়িত্বটা। তাদের সঙ্গে চুক্তি সই হবে, সেটার আজ অনুমোদন দেয়া হয়েছে। চুক্তি হওয়ার পর থেকেই দিনক্ষণ শুরু হয়ে যাবে। ছয় মাসের মধ্যে তাদের কাজ শুরু করতে হবে।’

এছাড়াও দর্শকদের তুমুল চাহিদার কথা মাথায় রেখে বিশ্বকাপে জার্সি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘এটা অনলাইনে সেল করা যায় কি না বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তার চেষ্টা চলছে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।