খেলাধুলাফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে : কাকা

সম্প্রতি ব্রাজিলের বিখ্যাত ফুটবলার রিকার্ডো কাকা অংশ নিয়েছেন বার্লিনে অনুষ্ঠিত ম্যারাথনে। তিন বছর ধরে ভাই রদ্রিগোর সঙ্গে ম্যারাথনের জন্য প্রস্তুতি নিয়েছেন সাবেক এই ফুটবলার। ওই ম্যারাথন শুরুর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে উঠে আসে ফুটবলের নানান কথা। সেখানেই কাকা জানান, এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে।

সাংবাদিকের প্রথম প্রশ্নই ছিল কেন ম্যারাথনে অংশ নিয়েছেন কাকা। জবাবে বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, ‘আমি কোচিং করাতে পছন্দ করতাম। পেশাদার ফুটবল ছাড়ার পর ওটা নিয়েই ছিলাম। কিন্তু আমার কোনো লক্ষ্যই দীর্ঘ হয় না। ব্রাজিলিয়ানদের মধ্যে বিষয়টি নিয়ে বলাবলি হচ্ছিল। সে জন্য আমি দৌড়ানোর সিদ্ধান্ত নিই।’

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৩ রানে হারালো পাকিস্তান!

ব্যালন ডি’অর নিয়ে এক প্রশ্নের উত্তরে কাকা জানান, এবারের সবচেয়ে ফেবারিট বেনজেমা। বলেন, ‘আমি মনে করি, সে (বেনজেমা) পরিষ্কার ফেবারিট। তবে আপনি কখনোই শতভাগ দিয়ে বলতে পারবেন না। করিম এখন পরিপূর্ণ খেলোয়াড় এবং ব্যালন ডি’অরের দাবিদার।’

সাক্ষাৎকারে এরপরই উঠে আসে বিশ্বকাপের বেশ কিছু প্রশ্ন। ২০০২ সালে ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়াএ পর দক্ষিণ আমেরিকার কোনো দেশ বিশ্বকাপ আর জেতেনি। তবে এবার অনেক ভালো সুযোগ আছে দক্ষিণ আমেরিকা দেশগুলোর। আরও স্পষ্টভাবে বলতে গেলে আর্জেন্টিনা-ব্রাজিলের এবার সুযোগ আছে বিশ্বকাপ জেতার।

এই বিষয়ে কাকা জানান, ‘আমি মনে করি, এবার ব্রাজিল অথবা আর্জেন্টিনার অনেক বড় সুযোগ আছে। কিন্তু ইউরোপের ফুটবল অনেক ভালো। উয়েফা নেশনস লিগ দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য একটি বাধা। কারণ, আমরা ইউরোপের শীর্ষ পর্যায়ের দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি না। এদিকে ব্রাজিল নিজেদের মধ্যে প্রায় সব ম্যাচেই জয় পাচ্ছে, যা দল হিসেবে বেড়ে উঠতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে এটাও সত্য যে, ব্রাজিল ও আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।