জাতীয়সন্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নি’হত ১!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারী নি’হত হয়েছেন। অজ্ঞাতপরিচয়ের ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহর বাইপাস পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম বা পরিচয় জানা যায়নি।

অনেকেই ধারণা করছেন ওই নারী আত্মহ’ন’নের পথ বেছে নিতেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, ওই নারী রেললাইনের পাশে বিষণ্ন অবস্থায় বসে ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। লোকোমাস্টার বারবার হুইসেল বাজালেও লাইন থেকে সরেননি ওই নারী। পরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন# দ্রুত বাড়বে তিস্তার পানি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানিয়েছেন, ওই নারী ট্রেনে কাটা পড়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ওই নারীর কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তবে মোবাইল ফোনটি লক থাকায় ফোনটির মাধ্যমে কারও সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি তার পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় না-কি অন্য কোনো জেলায় তাও জানা যায়নি। মোবাইল ফোনের লকটি খোলা সম্ভব হলে তার পরিচয় বেরিয়ে আসবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।