আন্তর্জাতিকজাতীয়সন্দেশ

ভার‍ত বাংলাদেশ দ্বিপাক্ষীয় বৈঠকে ৭টি সমঝোতা স্মারক সই!

ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই উষ্ণ। যতবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, ততবারই কোনো না কোনো চুক্তি স্বাক্ষরিত হয়। এবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে ৭ সমঝোতা স্মারক সই হয়েছে।

দিনের কর্মসূচির শুরুতে মঙ্গলবার সকালবেলা ভারতের রাষ্ট্রপতি ভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। দুই প্রধানমন্ত্রী করমর্দন করেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে উপস্থিত ছিলেন। 

এর আগে, নয়াদিল্লির রাজঘাটে ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।  

রাষ্ট্রপতি ভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। বিশেষত আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধকালে ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে সহযোগিতা করছি। 

আরও পড়ুন# চীনে নিয়োগ পেলেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত! 

একই দিন বিকেলবেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ভারতের উপ রাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং পরে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। 

বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি ও শান্তিতে নোবেলজয়ী ভারতীয় কৈলাশ সত্যার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। একইদিন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে শেখ হাসিনার।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের রয়েছেন। এরমধ্যে বেশকিছু বৈঠকে অংশগ্রহণ করেছেন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার পূর্বে রাজস্থানের খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরীফ, আজমির (আজমির শরীফ দরগাহ) জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।