খেলাধুলাফুটবল

ভুটানের বিপক্ষে বড়ো ব্যবধানে জিততে চায় বাংলাদেশ!

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারানোর পর আজ শুক্রবার (৭ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে চাইলে বড়ো ব্যবধানে জিততে হবে মিরাজুলদের। কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

দেশের ফুটবলে গত কিছুদিন ধরেই যেনো নতুন জোয়ার এসেছে। ফুটবল নিয়ে আরও বেশি যত্নশীল হচ্ছে ফেডারেশন থেকে শুরু করে সমর্থকরাও। সেকারণেই হয়তো তরুণ এই দলকে মাঠে সমর্থন জোগাতে বাফুফে আয়োজন করে মাইকিংয়ের।

আরও পড়ুন: জয়ে শুরু বাংলাদেশের যুবাদের এএফসি চ্যাম্পিয়নশিপ!

এদিকে গত ম্যাচের ফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না দলের খেলোয়াড়রা। আরও বড়ো ব্যবধানে জেতার আশা ছিল তাদের। এই বিষয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার আশিকুর রহমান বলেন, ‘রেজাল্টটা আরও ভালো হওয়া দরকার ছিল। আমাদের ডিফেন্ডারেরও বেশ কিছু ভুল ছিল। আমরা সঠিক পজিশনে ছিলাম না।’

এই ম্যাচে বড়ো ব্যবধানে জয় এবং শেষ ম্যাচে ইয়েমেনের সঙ্গে অন্তত ড্র করতে পারলেই কেবল অনূর্ধ্ব-১৭ এশিয়ান গেমসে মূল পর্বে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ। তাই প্রথম ম্যাচের স্কোরিং দুর্বলতা কাটাতে চায় ফুটবলাররা। গা

একে দুই ম্যাচের মাঝে মাত্র এক দিন সময় পাওয়ায় ভিডিয়ো সেশনেই ভরসা ছেলেদের। অনূর্ধ্ব-১৭ দলের ম্যানেজার এস এম জাকারিয়া বলেন, ‘ট্যাক্টিক্যালি আমাদের যে ভুলগুলো আছে, তা ঠিক করতে হবে। আগের ম্যাচে যেখানে ভুল করেছে, সেই ভিডিওগুলো দেখাব ছেলেদের। সেখান থেকেই তারা ওভারকাম করবে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।