খেলাধুলাফুটবল

মাঠে ফিরেছে চ্যাম্পিয়নস লীগ!

ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এবং জমজমাট টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লীগ। ইউরোপের শীর্ষ অয়াঁচ লীগের প্রথম দিকে থাকা দলগুলো এবং পাশাপাশি অন্যান্য লীগে থেকে প্লে অফ, বাছাই পর্ব খেলে কোয়ালিফাই করা সেরা ৩২ টি দলকে নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই চ্যাম্পিয়নস লীগ।

এ বছর অর্থাৎ ২০২২-২৩ মৌসুমে অনুষ্ঠিত হচ্ছে রোমাঞ্চকর এই টুর্নামেন্টের ৬৮তম আসর। গতরাতে ডিনেমো জাগরেব বনাম চেলসির ম্যাচ দিয়ে পর্দা ওঠেছে এবারের আসরের। ফেভারিট হিসেবে মাঠে নামলেই ম্যাচটিতে হেরে গিয়েছে লন্ডনের ইংলিশ জায়ান্টরা।

আরও পড়ুন: ফুটবলার নেইমারের বাড়ি বাংলাদেশের জামালপুরে!

গ্রুপ পর্বের প্রথমদিনে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মোট আটটি। নিচে ম্যাচগুলোর ফলাফল তুলে ধরা হলো।

ডিনেমো জাগরেব ১:০ চেলসি 

বরুশিয়া ডর্টমুন্ড ৩:০ কোপেনহেগেন এফসি

বেনফিকা ২:০ মাক্কাবি হাইফা

সেভিলা ০:৪ ম্যানচেস্টার সিটিআরবি সালজবুর্গ ১:০ এসি মিলান

সেল্টিক ক্লাব ০:৩ রিয়াল মাদ্রিদ

আরবি লেইপজিগ ১:৪ শাখতার ডোনেটস্ক

পিএসজি ২:১ জুভেন্টাস

চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আজকে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ এ আয়াক্স বনাম র‍্যাঞ্জার্স ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। দ্বিতীয় দিনে খেলবে বার্সা, বায়ার্ন, লিভারপুল, ইন্টার মিলানের মতো ইউরোপীয়ান জায়ান্টরা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।