খবরবিনোদন জগৎ

মারা গেলেন ‘মেঘে ঢাকা শহর’ এর নির্মাতা সাখাওয়াত মানিক!

নাট্যকার সাখাওয়াত মানিক মারা গেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর)  রাত ৯টায় পাবনার বেড়া উপজেলায় নিজের বাড়িতে তার মৃত্যু ঘটে। তার এই অকাল প্রয়াণে তার সহকর্মী ও পরিবার পরিজন শোকের সাগরে ডুবে গেছেন।

মৃত্যুর সময় সাখাওয়াত মানিকের বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান সাগর।

সাখাওয়াত মানিকের ব্যাপারে তিনি জানান, অনেকদিন ধরে সাখাওয়াত হেপাটাইটিস বি রোগে ভুগছিলেন। এরপরে তিনি জন্ডিসে আক্রান্ত হন। এই রোগেই তার মৃত্যু ঘটেছে ধারনা করা হচ্ছে। তিনি চলতি মাসেরই শুরুর দিকে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আর আজ রাতে বেড়া উপজেলায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই অকাল প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন# ধর্মের ভিত্তিতে পৃথিবীতে কোনো দেশ হয় না: আসাদুজ্জামান নূর

সাখাওয়াত মানিকের পরিচালনায় উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকগুলো হলো ‘মেঘে ঢাকা শহর’। একক নাটকের মধ্যে আছে – আজ শফিকের বিয়ে, তবুও ভালোবাসি, প্রিয়জন, ব্ল্যাক কফি, কেন মিছে নক্ষত্ররা, তৃষ্ণা, অপরাহ্ণ, হাইড স্টোরি, ঠিকানা ভুল ছিল, হোম মেইডসহ আরও বেশ কিছু নাটক।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।