ফিচারলাইফস্টাইলস্বাস্থ্য ও লাইফস্টাইল

যে বয়সে বিয়ে করলে সুখী হবেন!

যেমন নারী-পুরুষ প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে করা আইনত অপরাধ, ঠিক তেমনি অল্প বয়সে বিয়ে করলে সেই বিয়ে দীর্ঘদিন টিকিয়ে রাখাও বেশ কঠিন। বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। তাদের মতে, মানুষ যখন অল্প বয়সে বিয়ে করে, তখন সংসারের নানা দায়িত্ব পালন করতে গিয়ে দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। তার চেয়ে যারা বেশি বয়সে বিয়ে করে তারা তুলনামূলক বেশি সুখী।

সম্প্রতি এসব তথ্য উঠে এসেছে ইউনিভার্সিটি অব আলবার্টার এক গবেষণায়। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, সাংসারিক জীবনে সুখী হতে চাইলে, দেরিতে বিয়ে করা উচিত।

এই গবেষণাটি করা হয় ৪০৫ জন কানাডিয়ানের ওপর। যারা উচ্চ বিদ্যালয়ের শেষে কিংবা মধ্য জীবনের প্রথম দিকে বিয়ে করেছেন। সেখানে দেখা যায়, তাদের চেয়ে যারা আরও পরে বিয়ে করেছেন তারাই বেশি সুখী। এমনকি তারা কম বিষণ্নতায় ভোগেন।

এই গবেষণাটি কানাডিয়ান ১৮-৪৩ বছর বয়সীদের ওপর দীর্ঘ সময় ধরে করা হয়। যেখানে সাতবার জরিপ করা হয়। আর অ্যাডমন্টন ট্রানজিশনস স্টাডি থেকে এই ফলাফল পাওয়া যায়।

আরও পড়ুন# কীভাবে চিনবেন প্রকৃত ভালোবাসার মানুষকে!

এই বিষয়ে পারিবারিক বাস্তুসংস্থান গবেষক ম্যাট জনসন বলেন, ‘যারা কমবয়সে বিয়ে করেন তারা সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে ততটা পড়াশুনা করতে পারেন না। আবার অনেক সময় বিয়ের পরই অনেক দম্পতির বাচ্চা হয়। তখন সংসার চালাতে গিয়ে তারা এমন ক্যারিয়ারে আটকে যায় যা তারা আশা করেনি কখনো। এরপর তারা মধ্যজীবনে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অপরদিকে, যারা দেরিতে বিয়ে করেছেন তারা আরও বেশি শিক্ষা ও উচ্চ বেতনের চাকরি অর্জন করতে সক্ষম হয়। ফলে তা ব্যক্তিগত জীবনে সুখ বয়ে আনতে পারে।’

ম্যাট জনসন আরও বলেন, ‘আমাদের করা গবেষণায় দেখা গেছে যারা বিশ্ববিদ্যালয়ের (স্নাতক) ডিগ্রি বা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন তাদের বেশিরভাগই দেরিতে বিয়ে করেছেন।’

তাছাড়াও মনোবিজ্ঞানী মরগান পেকও দেরিতে বিয়ের পক্ষে। তিনি বলেন, ‘একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক বা পরিপক্ক অবস্থায় বিয়ে করলে সঠিকভাবে পরিবারের দায়িত্ব গ্রহণ করতে পারেন। এমনকি তার সঙ্গীকে সময় দেওয়া থেকে শুরু করে দাম্পত্য বোঝাপড়াও ভালো থাকে।’ তিনি আরও বলেন, ‘যেসব দম্পতিরা দুজনই পরিপক্ক, তাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকে। আর এ কারণে এমন দম্পতিদের মধ্যে ভালোবাসা বেশি ও অশান্তি কম দেখা দেয়। ফলে দাম্পত্য জীবনে সুখী হন তারা।’

সুতরাং বুঝতেই পারছেন, মাঝ বয়সে অর্থাৎ ২৫-৩০ বছর বয়সের মধ্যে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যায়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।