অর্থনীতিব্যবসা-বাণিজ্য

রিজার্ভ চুরি : মামলার প্রতিবেদন ১৬ নভেম্বরের মধ্যে জমার নির্দেশ!

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি যায় প্রায় ১০১ মিলিয়ন ডলার। আগামী ১৬ নভেম্বরের মধ্যে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে ঢাকার একটি আদালত।

উল্লেখ্য, মামলার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজ রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব এ আদেশ দেন। জানা যায়, মামলার তদন্ত শেষ করার জন্য সিআইডি আজ পর্যন্ত ৬৭টি তারিখ নিয়েছে।

আরও পড়ুন : ২০২৩ সালে ধেয়ে আসছে বৈশ্বিক মন্দা, আশঙ্কা ৯৮ শতাংশ!

চুরির পর ম্যানিলা-ভিত্তিক আরসিবিসি-র অ্যাকাউন্টগুলোতে কমপক্ষে ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়েছিল। পরে তা ফিলিপাইনের ক্যাসিনোতে ব্যবহৃত হয় বলে জানা গেছে।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করেছে এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল উদ্ধারের জন্য মামলা করে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।