জাতীয়সন্দেশস্বাস্থ্যস্বাস্থ্য ও লাইফস্টাইল

সরকারি হাসপাতাল থেকে রোগীদের দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিরাপ!

সম্প্রতি নাটোরের সদর হাসপাতালে রোগীদের মেয়াদোত্তীর্ণ সিরাপ দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার।

জানা যায়, সিংড়া উপজেলার হাতিয়নন্দ ইউনিয়নের মট গ্রামের বাসিন্দা মৃদুল হোসেন গত শনিবার (১০ সেপ্টেম্বর) তার দশ মাসের মেয়েকে নিয়ে নাটোর সদর হাসপাতালে যান। মেয়ের সর্দি ও কাশি ছিল। এরপর হাসপাতালের চিকিৎসক সুমন সরকার মেয়েকে দেখে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেন।

আরও পড়ুন# যেসব খাবার হ্যাপি হরমোন বাড়ায়!

পরে মৃদুল হাসপাতালের ফার্মেসি থেকে সিপ্রফ্লক্সাসিন ও জিংক হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়। সরবরাহ করা ওষুধের মধ্যে সিপ্রফ্লক্সাসিনের মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হয়েছে।

এই মেয়াদের বিষয়টি বাড়িতে গিয়ে তার নজরে আসে। পরে তিনি ওই ওষুধ বাইরে থেকে কিনেন। এর পাশাপাশি রোববার (১১ সেপ্টেম্বর) বিষয়টি সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমারকে অবহিত করেন। আর এই বিষয়ের সুষ্ঠ তদন্ত করবে বলে আশ্বাস দেন ডা. পরিতোষ কুমার।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।