ক্রিকেটখেলাধুলা

সাকিবকে বাদ দিয়েই ‘বাংলা ওয়াশ’ এর ট্রফি উন্মোচন!

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান। আগামী শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ

সিরিজ সামনে রেখে, আজ বুধবার (৫ অক্টোবর) সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। যেখানে ফটোসেশনে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং বাংলাদেশের সহকারী অধিনায়ক নুরুল হাসান সোহান

আরও পড়ুন: তরুণদের নিয়েই আশার আলো দেখছেন জেমি সিডন্স!

টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এখনো দলের সঙ্গে যোগ দেননি। সিপিএল শেষে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেকারণেই সোহানকে যোগ দিতে হয়েছে ট্রফি উন্মোচনে। ধারণা করা হচ্ছে, ম্যাচের একদিন আগে অর্থাৎ ৬ অক্টোবর টিমে যোগ দিতে পারেন সাকিব।

আগামী ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।