জাতীয়সন্দেশ

৪ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় আটক পলাতক বৃদ্ধ আসামী!

সম্প্রতি কোম্পানিগঞ্জের পুলিশ চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছেন। আটক করা মো. মোশারফ হোসেন মিলন (৫৭) হলেন উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে।

নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম গত রবিবার রাত ৮ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং পুলিশ গত শনিবার ঢাকার যাত্রাবাড়ী হতে মো. মোশারেফ হোসেন মিলনকে আটক করেছেন।

আরও পড়ুন# কমতে শুরু করেছে চালের দাম, বাজার স্থিতিশীল!

পুলিশের ভাষ্যমতে, তারা বিশেষ অভিযান চালিয়ে চেক জালিয়াতির ৪ টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মিলনকে ঢাকার যাত্রাবাড়ি হতে আটক করেন এবং মিলনের বিরুদ্ধে ৬ টি চেক জালিয়াতির মামলা আছে। আটককৃত আসামি ৪ টি মামলায় প্রায় ৪ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চার কোটি একাশি লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

এই বিষয়ে এসপি আরও জানান, আটকের পর সকল আইনি প্রক্রিয়া শেষে মিলনকে আজ রবিবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।