বিখ্যাত ব্যক্তি

বিখ্যাত ব্যক্তিদের ১০ টি উপদেশ, যা আপনার জানা জরুরি

মানুষ নিজে নিজে বড় হতে পারে না। এমনকি নিজে নিজে কোন কিছু শিখতে ও পারে না। কিছু মানুষের কাছ থেকে বা পরিস্থিতির কাছ থেকেও শিখতে হয়। কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না।
জীবন তখনই সুন্দর হবে যখন বড়দের কথা শুনে জীবনকে কাজে লাগানো হবে। তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব বিখ্যাত ব্যক্তিদের ১০ টি উপদেশ যা আপনার জানা জরুরি।

১.১৩টি অদেখা শত্রুদের উপর আপনারা জিহাদ ঘোষণা করুন,কাম,ক্রোধ ,ঔদ্ধত্য, অহংকার,স্বার্থপরতা, লোভ, লালসা,অসহিষ্ণুতা,ভণ্ডামি, মিথ্যাচার, প্রতারণা,গালগল্প ও পরনিন্দা। যদি আপনি তাদেরকে দক্ষতার সহিত ধ্বংস করতে পারেন, তাহলে আপনি যে সমস্ত শত্রুদের দেখতে পারেন তাদের সাথে লড়াই করতে প্রস্তুত হবেন। [ইমাম গাজ্জালী]

২.আপনি যদি কাজ করেন এবং এর জন্য অর্থের কথা না ভাবেন তাহলে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। তাই আপনার পছন্দকে খুঁজে বের করুন। আপনার যা ভালো লাগে তা-ই করুন। [অপরাহ উইনফ্রে]

৩.ব্যর্থতা আপনাকে পুনরায় শুরু করার সুযোগ করে দেয়। এ সময়টা সবচেয়ে বুদ্ধিমত্তার। কারণ প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা প্রতিটি প্রত্যাখ্যান সফলতার চাবিকাঠি। একজন ব্যর্থ লোক চাইলেই খুব তাড়াতাড়ি মানিয়ে উঠতে পারে। ব্যর্থতা ব্যক্তিকে শিক্ষা দেয়। [হেনরি ফোর্ড ]

৪.সাফল্য খুব ধীরে ধীরে আসে। অনেক লোকই খুব বেশি সময় ধৈর্য ধরে থাকতে পারে না। তারা লক্ষ্যচ্যুত হয়ে যায় এবং পিছিয়ে পড়ে। ফলে কর্মঠ হওয়া একান্ত জরুরি। কাজে অলসতা করলে সফলতা অর্জন করা একেবারেই অসম্ভব। [লিওনার্দো দা ভিঞ্চি]

৫.কোন কাজে যদি নিরুৎসাহিত না হন তাহলে আপনার সফলতা আসবেই। সবসময় নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান। নিজের কাজকে কখনো বোঝা ভাববেন না। নিজের ওপর কাজ চাপিয়ে দেবেন না। ধৈর্য ধরুন, সফলতা আসবেই। [ আব্রাহাম লিংকন ]

৬.সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন। [ আলবার্ট সুইজার ]

৭.কাজ বা ব্যবসা শান্তি এবং বিশৃঙ্খলার মধ্যে এক ধরনের যুদ্ধ। উভয়ই আয়ত্ত করা যাবে না কিন্তু এরা আপনাকে প্রভাবিত করবে। আপনি মানিয়ে নিতে পারলে সাফল্যের চাবি পেয়ে যাবেন। তাই সফলতা বা ব্যর্থতা যা-ই আসুক না কেন, হাল না ছেড়ে আপনার কাজ চালিয়ে যান।[ ফিল নাইট ]

আরো পড়ুন: জীবনে সুখী হতে চাইলে মেনে চলুন বিল গেটস এর এই ৩টি উপদেশ

৮.হৃদয় এবং অন্তর্দৃষ্টিতে যে সাহস লুকিয়ে আছে, সফলতা অর্জনের জন্য তা বাইরে বের করে আনতে হবে। ভাবতে হবে, আপনি যা জানেন তা ঠিক। বাকি সবাই দ্বিতীয় পর্যায়ভুক্ত।’ তাই নিজের কাজের প্রতি আস্থা থাকতে হবে। সফলতার জন্য সাহসের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। [ স্টিভ জবস ]

৯.যারা নিজের লক্ষ্য অর্জনের জন্য সঠিক চিন্তা করে, তাদের কোন কিছুর মাধ্যমে দমিয়ে রাখা যায় না। তাই অবশ্যই সফলতার জন্য ভালো চিন্তা করুন। নিজের কাজের ওপর ভরসা রাখুন। নিজের ওপর আস্থা রাখুন। সফলতা আসবেই। [ টমাস জেফারসন ]

১০.আপনি যদি স্বপ্ন দেখতে পারেন তবে আপনি এটি করতে পারবেন। সাফল্য মূলত তা-ই, যা মানুষ স্বপ্ন দেখার পর অর্জন করে। তাই অবশ্যই সফলতার জন্য আপনার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। [ ওয়াল্ট ডিজনি ]

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।