খবর

মাথার শিং টি কেটে ফেলতেই মৃত্যু হলো ১৪০ বছর বয়সী আলির

আলী এন্টার ১৪০ বছর বয়সের প্রবীণের মৃত্যু ইয়েমেনে। আলি এন্টার তার মাথার শিং এর জন্য জন প্রিয় হয়েছিল ইয়েমেনে। তাকে উপাধি দেওয়া হয়েছিল ‘দ্য টু-হর্নড’। ইয়েমেনের এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছেন, ১১০ বছর বয়স হওয়ার পর থেকে তার কপালের দুই পাশে শিংএর মতো বৃদ্ধি দেখা গিয়েছিল। দুটি শিং এর মধ্যেও একটি দেখা গিয়েছিল ছাগলের শিং এর মত।

তার কপালের উভয় পাশের শিং দুটি তার মুখের সমান ছিল। মাথার দুই পাশে শিং এর জন্য গোটা বিশ্ব তাকে চিনতো। ইয়েমেনের প্রতিবেদনে জানা যায়, তার মাথার দুই পাশে শিং এর সমস্যার জন্য কেটে ফেলা সিদ্ধান্ত নেয় তার পরিবার। অবশেষে তার মাথা শিং কেটে ফেলা হলো। তারপর থেকে মাথার দুই পাশ থেকে প্রচুর পরিমাণ রক্ত পড়তে থাকে, তারপরে তার মৃত্যু হয়। তাছাড়া আর এর পরিবারের লোকজন জানিয়েছেন বার্ধক্য জনিত কারণেই তার মৃত্যু হয়।

যদিও কেউ কেউ বলছেন অঙ্গচ্ছেদই আলির মৃত্যুকে ত্বরান্বিত করেছে।স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে বয়েস বাড়লেও আলি বেশ কর্মঠ ছিলেন, অনেক কিছুই মনে রাখতে পারতেন। ২০১৭ সালের দিকে এসে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। আলী এন্টেনার ৭০ জনেরও বেশি নাতি নাতনি রয়েছে। তিনি ব্রিটিশ আমলের একজন বৃদ্ধ মানুষ।

আরো পড়ুন: হঠাৎ করে প্রেসার বেড়ে বা কমে গেলে খুব দ্রুত যা করবেন এবং খাবেন

আর্জেন্টিনার কপাল থেকে বেরিয়ে আসার শিং চামড়াযুক্ত ছিল।আলীর শিং দুটি কেরাটিন দিয়ে তৈরি। থেকে চুল ও নখ হয়। প্রিম্যালিগন্যান্ট বা ম্যালিগন্যান্ট ত্বকের ক্ষত থেকে উদ্ভূত হয় এবং বয়স্ক রোগীদের বা ফর্সা ত্বকের লোকেদের মধ্যে বেশি দেখা যায়। ত্বক সূর্যের সংস্পর্শে এলে UV বিকিরণের জেরেও এই ধরণের টিউমার হতে পারে। আলীর এ ঘটনাটি একটি বিরল ঘটনা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।