সন্দেশ

ব্রয়লারের কেজি ২৯০! কালকের মধ্যে দাম না কমালে মামলা

ব্রয়লার মুরগি এর পাইকারি দাম ২০০ টাকা, কিন্তু খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৯০ টাকা। যা জনগনের জন্য সহনীয় পর্যায়ে চলে গেছে। কালকের মধ্যে দাম না কমালে মামলা দিবে ভোক্তা অধিকার পরিষদ। আজ রাজধানীর নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজারের নিত্যপণ্য বিক্রয়কারী তদারকি কার্যক্রম শেষে এসব কথা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, আমাদের পর্যবেক্ষণে এসেছে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার বেশি হওয়ার কোনো কারণ নেই। এর দাম কমাতে সরকারকে আটটি প্রস্তাবনা দিয়েছি। যারা এর দায়িত্বে আছেন, আশা করছি তারা ভোক্তার কষ্ট কমাতে যথাযথ উদ্যোগ নেবেন।

আরো পড়ুন: ধার করে সাকিবের সম্মানী দিয়েছিলেন আরাভ খান!

ব্রয়লার মুরগি নিয়ে আমাদের সমস্যা। আর কোথাও সমস্যা নেই। আগামীকাল থেকে যদি ব্রয়লার মুরগি সঠিক দামে না আসে, খুচরা ব্যবসায়ীদের বিরু’দ্ধে মাম’লা হবে, মিল মালিকদের বিরুদ্ধে মামলা হবে, যারা ব্রয়লার তৈরি করেন, তাদের বিরুদ্ধে মামলা হবে।’

তারা আরেও বলেন, ১০ রোজার মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদী ভোক্তা অধিকার।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।