ফিচার

জীবনকে আরো সহজ করতে ব্যবহার করুন এই ৪টি অ্যাপ

আজকাল ছেলে-মেয়ে, যুবক-যুবতি, বৃদ্ধ, ছোট-বড় প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। স্মার্টফোনের জন্য দৈনিক হাজারো অ্যাপ তৈরি করা হচ্ছে। শিল্পী সত্তার বিকাশ, নিত্যনতুন কিছু জানা, ব্যায়াম করা থেকে শুরু করে সকল প্রকারের অ্যাপ তৈরি করা হয়েছে। স্মার্টফোন ও ইন্টারনেটের কারণে আজ বিশ্বটা আমাদের হাতের মুঠোই চলে এসেছে। স্মার্টফোন ব্যবহার করার জন্য প্রয়োজন পরে বিভিন্ন অ্যাপ। আজ এমন পাঁচটি অ্যাপের কথা বলব যা আমাদের জীবনকে সহজ করে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক ৪টি অ্যাপ সম্পর্কে…

১.Google assistant: কোন কিছু খুঁজতে আমরা google এ সার্চ করি। সেই জন্য গুগল এসিস্টেন্ট আরো সহজ করে দিয়েছে যেখানে আপনাকে আলাদা লিখতে হবে না। স্মার্টফোন মুখের সামনে নিয়ে বললেই হবে। বলার সাথে সাথে আপনার প্রয়োজনীয় সব হাজির হবে আপনার মোবাইল ফোনে। সকল ভার্সানে google assistant পাওয়া যায়।

২.English Bangla Dictionary: বর্তমানে আমাদের দেশের ৩০% ইংরেজি ভাষা শিখতে আগ্রহী। ইংরেজি আন্তর্জাতিক মাতৃভাষা। বিদেশে লেখাপড়ার জন্য ইংরেজি জানতে হয়। ইংরেজিতে দক্ষ হতে হলে সবার উচিত বেশি বেশি ভোকাবুলারি শিখা। ইংরেজি ভোকাবুলারি শিখতে অবশ্যই ডিকশনারি প্রয়োজন। যে যত বেশি ভোকাবুলারি শিখবে সে তত বেশি ইংরেজি জানবে।

তাছাড়া ইংলিশ অনর্গল কথা বলার জন্য ভোকাবুলারি শেখার বিকল্প নেই। ডিকশনারি বেশি দামি হওয়ার কারণে আমরা কিনতে পারি না। তাছাড়া ডিকশনারি পকেটে বহন করা ও খুব কষ্টকর। তাই মোবাইল থেকে ডিকশনারি অ্যাপ ডাউনলোড করে কাজটি খুব সহজেই করা যাবে। খুব সহজেই মোবাইল ডিকশনারি দিয়ে আমরা ইংরেজি শিখতে পারবো। ইংরেজি বাংলা ডিকশনারী ব্যবহার করে সবচেয়ে বেশি ভালো হয়।

৩.Pathao: প্রতিনিয়ত আমাদের প্রযুক্তি উন্নত হচ্ছে আর আমরা হয়ে যাচ্ছি আরামপ্রিয়। বর্তমানে ডিজিটাল যুগে সবকিছুই হয়ে যাচ্ছে অনলাইন নির্ভর। প্রতিনিয়তই আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। ইন্টারনেটের কল্যাণে এই সেক্টরেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া।

আরো পড়ুন: এবার অ্যাপ বানাল ৯ বছরের মেয়ে, অ্যাপল কোম্পানির প্রশংসা!

আমাদের মত জনবহুল দেশে যাতায়াত করতে প্রায়ই গাড়ির জন্য পড়তে হয় নানান বিড়ম্বনায়। কিন্তু Pathao আমাদের যাতায়াত ব্যবস্থাকে করে তুলেছে অনেক সহজতর। আমরা মুহুর্তের মধ্যেই যেকোনো জায়গায় গাড়ি ডেকে নিতে পারি এমনকি আমরা গাড়িটির লাইভ লোকেশনও ট্র্যাক করতে পারি।

৪.CamScanner: বর্তমানে জনপ্রিয় একটি অ্যাপ হলো CamScanner। যে কোন নোট কে পিডিএফ ফাইল বানিয়ে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ কোন নোট খাতা বা কোন বই ধার নিলেন। নোটখাতাটি ফেরত দেওয়ার আগে আপনি যদি নোট খাতাটির একটা পিডিএফ ফাইল তৈরি করে নিজের ফোনে রেখে দিতে পারেন। এই অ্যাপটির মাধ্যমে কয়েকটি ছবি দিয়ে পিডিএফ ফাইল বানাতে পারবেন। আবার পিডিএফ থেকে ছবিতে রূপান্তর করতে পারবেন। যেকোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। এছাড়া ও বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।