আন্তর্জাতিকসন্দেশ

জেগেছে ৪৮ হাজার বছরের প্রাচীনতম জম্বি ভাইরাস! আবারো কি নতুন মহামারি দেখতে চলছে বিশ্ব?

করোনার হানা শেষ হতে না হতেই নতুন করে ফের নতুন মহামারির ঝুঁকিতে পড়তে চলেছে পৃথিবী? এমনই এক ভয়ংকর ভাইরাসের সন্ধান মিলেছে রাশিয়ায়..

জম্বি ভাইরাস, এমন নাম হয়ত কখনো শুনেন নাই। প্রশ্ন হলো,‘জম্বি ভাইরাস’ আসলে কী? ‘জম্বি ভাইরাস’ হলো ৪৮ হাজার বছরের প্রাচীনতম ভাইরাস! এমনই এক অবাক করা তথ্য দিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের জানান, রাশিয়ায় বরফের কয়েক স্তর নিচে ৪৮ হাজার বহু পুরনো এক ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।

ইউরোপের বিজ্ঞানী রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের থেকে এমন কিছু নমুনা পেয়েছেন, যা তাঁরা পরীক্ষা করে এই ভাইরাসটির অস্তিত্ব জানতে পেরেছেন। ভাইরাসটির নাম দেয়া হয়েছে ‘জম্বি ভাইরাস’। ভাইরাস টিকে একেবাড়েই উড়িয়ে দিচ্ছেন না তারা। বিষয়টি খুব গুরত্ব সহকারে দেখছেন বলে জানান বিজ্ঞানীরা।

আরো পড়ুন: রাস্তা দিয়ে মানুষ নয়, কাঁকড়া রাস্তা ব্যবহার করে বিধায়, কাঁকড়া সুরক্ষায় নোটিশ দিয়ে রাস্তা বন্ধ!

ভাইরাসটি দ্বারা মহামারি ছড়ানোর আশঙ্কা থাকতে পারে। এ নিয়ে গবেষনা চালাচ্ছেন তারা। জম্বি ভাইরাস প্রাণী ও মানবশরীরে সংক্রমণ ছড়াতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত এই ভাইরাসের ১৩টি প্যাথোজেনকে শনাক্ত করতে পেরেছেন তারা।

বিজ্ঞানীরা বলছেন, “বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে গলে যাচ্ছে হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফের স্তর। আর এর ফলে কয়েক হাজার বছর ধরে বরফের নিচে জমে থাকা প্রাচীন ভাইরাসগুলোর বাইরে বেরিয়ে আসার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। এখন সেই ভবিষ্যৎবাণীই সত্যি হলো।

বিজ্ঞানীরা ২০১৩ সালে ৩০ হাজার বছরের পুরনো ভাইরাস ‘মেলা’ আবিষ্কার করেছিলেন। তবে সাড়ে ৪৮ হাজার বছর পুরনো জম্বি ভাইরাস আবিষ্কারের পর ভেঙে গেছে সে রেকর্ড। সেই অর্থে এই জম্বি ভাইরাসই এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত প্রাচীনতম ভাইরাস। বিস্তারিত আসছে…

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।