ফিচার

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ৫ টি ধর্ম

ধর্ম অর্থ হলো নির্দিষ্ট আচরণ ও অনুশীলন, নৈতিকতা, বিশ্বাস, বিশ্বদৃষ্টিভঙ্গি, গ্রন্থ, পবিত্র স্থান, ভবিষ্যদ্বাণী, ধর্মে নীতিশাস্ত্র বা সংস্থার একটি সামাজিক-সাংস্কৃতিক ব্যবস্থা, যা মানবতাকে অতিপ্রাকৃত, অতীন্দ্রিয় এবং আধ্যাত্মিকতা উপাদানগুলোর সাথে সম্পর্কিত করে। ধারণা করা হয়, বর্তমানে পৃথিবীতে ৪ হাজার ৩০০ ধর্মের অস্তিত্ব রয়েছে। যদিও সব ধর্মের অনুসারে ও তার বর্ণনা সমান নয়। চলোন জেনে নেওয়া যাক জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পাচঁ টি ধর্ম।

খ্রীস্ট ধর্মঃ যীশু খ্রীষ্টের জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে প্রচারিত হয় খ্রিস্ট ধর্ম। খ্রিষ্টান ধর্ম বলিরা বিশ্বাস করেন যীশুখ্রীষ্ট ঈশ্বরের পুত্র এবং তিনি মানবজাতির ত্রাণকর্তা। পৃথিবীতে প্রায় ২৪০কোটি মানুষ খ্রিস্টধর্মের অনুসারী। তাদের প্রধান ধর্মগ্রন্থের নাম বাইবেল। বাইবেলের দুটি সংস্করণ রয়েছে—ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট।

খ্রিস্টানদের উপাসনালয়কে চার্চ বা গির্জা বলা হয়। গবেষণা করে বলা হয়েছে,২০৫০ সালে খ্রিস্টান ধর্মের অনুসারী বেড়ে যেতে পারে। তখন ৩১ শতাংশ মানুষ খ্রিস্টান হবে। আফ্রিকার দেশগুলোতে চল্লিশ শতাংশ মানুষ খ্রিষ্টান পাওয়া যাবে। তাছাড়া ব্রাজিল যুক্তরাষ্ট্র পরে সবচেয়ে বেশি খ্রিস্টান পাওয়া যাবে নাইজেরিয়াতে।

ইসলাম ধর্মঃ ইসলাম ধর্মের মূল কথায় হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, হাযরত মুহাম্মদ (সা: ) আল্লাহর প্রেরিত রাসূল। পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মের মানুষ মুসলমান। ধারণা করা হয়, বর্তমানে পৃথিবীতে ১৮০ কোটি মানুষ মুসলমান রয়েছে। তবে বর্তমানে দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিশ্বে।

সাম্প্রত একটি তথ্য তে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে দ্রুত মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। কোরআন ইসলামের মূল ধর্মগ্রন্থ। ইসলামের মূল স্তম্ভ পাঁচটি—ঈমান, নামাজ, রোজা, হজ ও জাকাত। মুসলমানের উপাসনালয়ের নাম মসজিদ। মক্কা-মদিনা মুসলিমদের পবিত্র তীর্থ। মুসলমানরা বিশ্বাস করে, ইসলাম আল্লাহর মনোনীত চূড়ান্ত ধর্ম, কোরআন সর্বশেষ ধর্মগ্রন্থ এবং মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী।

হিন্দু ধর্মঃ পৃথিবীর তৃতীয় বৃহৎ ধর্ম হিন্দু বা সনাতন ধর্ম। ১২০ কোটি মানুষ এই ধর্মের অনুসরণ করে। তাদের প্রায় সবাই ভারতসহ দক্ষিণ এশিয়ায় বসবাস করে। হাজার বছরের প্রাচীন এই ধর্মের সংগঠিত ও সমন্বিত যাত্রা শুরু হয় খ্রিস্টপূর্ব ৫০০ বছর আগে। বেদ, পুরাণ, উপনিষদ, গীতা হলো এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। মন্দির হিন্দু ধর্মের উপাসনালয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান অংশ বহু-ঈশ্বরবাদে বিশ্বাসী। তবে তাদের মধ্যে কেউ কেউ একেশ্বরবাদে বিশ্বাস করে। প্রচলিত আছে, হিন্দু ধর্মে দেব-দেবীর সংখ্যা ৩৩ কোটি। হিন্দুদের প্রধান তিনজন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও শিব।

আরো পড়ুন: পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কি?

বৌদ্ধ ধর্মঃ বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ কর্তৃক প্রচারিত একটি ধর্ম বিশ্বাস এবং জীবন দর্শন। পৃথিবীর চতুর্থ বৃহৎ ধর্ম বৌদ্ধ। আনুমানিক ৫১ কোটি মানুষ এই ধর্মে বিশ্বাস করে। ভারতবর্ষের একজন সাধক পুরুষ গৌতম বুদ্ধ এই ধর্মের প্রবর্তক। তাঁর প্রচারিত বিশ্বাস ও জীবনদর্শনই বৌদ্ধ ধর্মের ভিত্তি। এই ধর্মের উপাসনালয় মঠ নামে পরিচিত আর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। পৃথিবীর সবচেয়ে বেশিসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস চীনে। তা ছাড়া থাইল্যান্ড, জাপান, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ।

হান ধর্মঃ জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হলো হানজু বা হান সম্প্রদায়। তারা চীনা লোকধর্ম বা হান ধর্মে বিশ্বাসী। পঞ্চম বৃহৎ এই ধর্মকে অনেকে হান জাতি-গোষ্ঠীর ঐতিহ্যের পরিবর্তিত সংস্করণ বলে থাকে। বর্তমানে এই ধর্মের অনুসারী ৪০ কোটির কাছাকাছি।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।