পৃথিবীর সবচেয়ে সুন্দর ৫টি দেশ
কিছু কিছু দেশ রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে। যেখানে রয়েছে প্রচুর বন্যপ্রাণী,সবুজ গাছপালা, জলপ্রপাত, পাহাড়- পর্বত উপকূলীয় স্থানসহ এই দেশগুলি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশের তালিকায় পড়ে। চলুন জেনে নেই, সেই দেশগুলো সম্পর্কে..

পৃথিবীর সবচেয়ে সুন্দর ৫টি দেশ। সারা পৃথিবীতে ভ্রমণ করতে কার না ভালো লাগে। পৃথিবীর প্রত্যেকটি দেশই কোন না কোন কারনে বিখ্যাত হয়ে থাকে। তাই বলা যেতে পারে প্রত্যেক দেশই তার নিজ নিজ নাগরিকের কাছে সুন্দর। বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ কোনটি? এই প্রশ্নের উত্তর দেওয়া তুলনামূলক কঠিন। কারণ বিশ্বের প্রতিটি দেশই প্রকৃতি, সংস্কৃতি, স্থাপত্য ও ল্যান্ডস্কেপ, শহর থেকে নিরবধি গ্রাম, পার্ক, জাদুঘর এবং দর্শনীয় স্থান দিয়ে অনন্য। তবে কিছু কিছু দেশ রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে।
যেখানে রয়েছে প্রচুর বন্যপ্রাণী,সবুজ গাছপালা, জলপ্রপাত, পাহাড়- পর্বত উপকূলীয় স্থানসহ এই দেশগুলি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশের তালিকায় পড়ে। এই দেশগুলি যে কোনও ভ্রমণকারীকে মুগ্ধ করবে।
চলুন জেনে নেয়া যাক, বিশ্বের এমনই সুন্দর ৫টি দেশ সম্পর্কে।
১. স্পেন: সৌন্দর্যতার দিক দিয়ে আপনি প্রথম স্থানে রাখতে বাধ্য হবেন স্পেন কে। স্পেন নামক দেশটিতে এমন হাজারো বিষয় রয়েছে যা আপনি ভালোবাসবেন। প্রথমে আপনার কাছে অন্যান্য দেশের মতো মনে হতে পারে। কিন্তু যখন আপনি দেশটার কিছু অংশ ঘুরে দেখবেন আপনার ধারনা বদলে যাবে। সংস্কৃতির দিক থেকে স্পেন একেবারেই আলাদা। পুরো স্পেনে ছড়িয়ে আছে রূচি পূর্ন সব খাবার। দেশটিতে রয়েছে বিখ্যাত সব শহর। কয়েকটি স্থাপত্যশিল্প রয়েছে এই দেশে। স্পেন নামক দেশটিতে রয়েছে কাগো টিয়ো নামক ঐতিহ্যবাহী কিছু দর্শনীয় স্থান। যা আপনাকে তাক লাগিয়ে দেবে।

২. ফ্রান্স: ফ্রান্স হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দর্শনিয় স্থান। প্রতিবছর দেশটিতে ৮০ মিলিয়নের বেশি পর্যটক ঘুরতে যায়। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম একটি সুন্দর দেশ। দেখার মত অনেক সুন্দর সুন্দর যায়গা রয়েছে। আমরা যারা দেশ ভ্রমন করতে পছন্দ করি তাদের জন্য একটি উপযুক্ত দেশ। ফ্রান্সে বিখ্যাত একটি শহর রয়েছে প্যারিস। প্যারিসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য হচ্ছে আইফেল টাওয়ার।

৩. নিউজিল্যান্ড: সুন্দর দেশগুলোর মধ্যে নিউজিলেন্ড দেশটিও রয়েছে। চতুর্দিকে সবুজ পাহাড়ে গেড়া এই দেশটি। একটি শান্তি প্রিয় দেশ হিসেবে পরিচিত। নিউজিল্যান্ড নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বিপরাষ্ট। ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড। দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত অস্ট্রেলিয়ার। এদেশের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যতার কারনে সকলের কাছে মর্যাদাপূর্ন।

৪. ইতালি: ইতালির দেশটি আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। কেননা তার সংস্কৃতি, প্রাচীন ইতিহাস,স্থাপত্য, ফ্যাশন ও প্রাকৃতিক সৌন্দর্য,সুস্বাদু খাবার এমনি কিছু নিদর্শন রয়েছে সেই দেশে।কয়েকটি বিখ্যাত শিল্প কর্মের মধ্যে রয়েছে মার্জিত রাস্তার দৃশ্য। সৃষ্টি চ্যাপলের অবিশ্বাস্য আকা ছাদ।

আরো পরুন: পৃথিবীর সবচেয়ে ছোট দেশ সিল্যান্ড! যে দেশের বাসিন্দা মাত্র ৫০ জন!
৫. ব্রাজিল: বাজিল বিশ্বের মধ্যে শীর্ষে পঞ্চম স্থানে রয়েছে। ব্রাজিল নামটা শুনলেই মনে পড়া যায় ফুটবলের কিংবদন্তি পেলের কথা। ব্রাজিলকে সবাই ফুটবলের দেশ হিসেবেই চিনে থাকে। ফুটবলের বাইরেও রয়েছে ব্রাজিলের ঐতিহ্য ও সংস্কৃতির দীর্ঘ ইতিহাস। প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে ব্রাজিল অন্যতম একটি সুন্দর দেশ। দেশটির চারদিকে রয়েছে ছোট ছোট পাহাড় এবং ছোট ছোট নদী। যা দেশটির সৌন্দর্যতা ফুটিয়ে তুলেছে বিশ্বের মানচিত্রে। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন ব্রাজিলে অবস্থিত। যা বাজিলের উল্লেখযোগ্য নদী গুলোর মধ্যে এটি অন্যতম। পানি নিষ্কাশনের উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় নদী এটি। এসবের কারণেই ব্রাজিল বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র।প্রিয় বন্ধুরা,বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ কোনটি নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ প্রত্যেকটি দেশেই এক একেক দিক দিয়ে সুন্দর। তবে আমরা এখানে যে পাঁচটি দেশের কথা উল্লেখ করেছি। এই দেশগুলোর মধ্যে প্রতি বছরই সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকে।
