জাতীয়

বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

ঝালকাঠির নলছিটিতে পল্লী বিদ্যুৎতের লাইনের তার ছিঁড়ে পড়ে মোঃ তাহসিন খলিফা(৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ ঘটনা ঘটে। তাহসিন খলিফার ফুফা সরোয়ার হোসেন টিপু জানান, তাহসিন মাদরাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল।

এসময় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে শরীরের ওপর পড়ে। বুকের এক পাশ পুড়ে গেছে। আমরা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা পল্লী বিদ্যুতের অফিসে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।

আরো পড়ুন: কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু ২ ঘণ্টা বিদ্যুৎবিহীন!

যদি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করত তাহলে ওরে বাঁচানো যেত। ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ কেফায়েত উল্লাহ্ বলেন, আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।যদি অফিস থেকে ফোন রিসিভ না করে থাকে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুশঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার বলেন, বিদ্যুতের তার পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা মর্মাহত। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, থানাপুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।