
কাতার বিশ্বকাপ শেষ হয়েছে পাঁচ মাস হয়েছে। এ বিশ্বকাপের স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্টিনার। ছত্রিশ বছরের শিরোপা খরা আর্জেন্টিনা কাপ নিলেন। তবে কাতার বিশ্বকাপ জেতার পর এখনো আর মাঠে নামেনি আর্জেন্টিনা। ফুটবলের দুই পড়াশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল ইকুয়েডরে বসেছে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর।
টুর্নামেন্টিতে প্রতিবারের মতো এবারের আসরেও অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ এ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখে ফাইনাল রাউন্ডে উঠেছে ব্রাজিল। এ গ্রুপের অপর দুই দল হচ্ছে চিলি ও স্বাগতিক ইকুয়েডর।
আরো পড়ুন: ব্রাজিলকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা তিনে ব্রাজিল
অন্যদিকে, গ্রুপ বি থেকে শীর্ষে থেকে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপের অপর দুই দল হচ্ছে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা। এছাড়া বলিভিয়া ও কলম্বিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।