
মেসি এর আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস এর সাথে। ২০১০ সালের বিশ্বকাপ রানার্সআপরা মেসিদের বিপক্ষে লড়াই করার ছক কষছে। কিন্তু মেসিকে আটকানো যে কঠিন হবে সেটা ভালো করেই জানেন নেদারল্যান্ডসের অধিনায়ক ফন ডাইক।
মেসির বিপক্ষে বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছিলেন ফন ডাইক। তিনি বেশ ভালো করেই জানেন মেসি কি করতে পারে। গ্রোবাল সংবাদমাধ্যম গোল কে দেওয়া এক সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইক বলেন, “ মেসির সবচেয়ে বড় গোলকধাঁধা হচ্ছে, আমরা যখন আক্রমণ করি মেসি তখন মাঠের এক কোণায় বসে চুপ করে দাঁড়িয়ে থাকে।
আরো পড়ুনঃশুধু জার্মানি নয়, বাংলাদেশ এর কাছে ৭-০ গোলে হেরেছিল ব্রাজিল! রইল সেই ভিডিও
মেসিকে আটকাতে হলে আপনাকে নিখুঁতভাবে রক্ষণভাগ সামলাতে হবে। তারা সবসময়েই মেসির খোঁজ করে যা প্রতিপক্ষের জন্য অস্থিরতা বাড়িয়ে দেয়। আর এটাই জন্যই মেসি অন্যান্য খেলোয়াড় থেকে আলাদা।
আজ রাত ১টাই মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস