ছেলেদের কত বছর বয়সে বিয়ে করা উচিত
বিয়ে সঠিক বয়স নিয়ে নানা তার বিতর্ক চলে সমাজে। আমি বলবো, সে বিষয় বাদ দিন। বিয়ে কখন করবেন তা নির্ভর করবে আপনার সামর্থ্যর উপর। বিয়ে করার জন্য পুরুষের দুটি সামর্থ্য লাগে,১. শারীরিক সামর্থ্য,২. আর্থিক সামর্থ্য। সমাজের মানুষ আর্থিক সামর্থতার জন্য তাড়াতাড়ি বিয়ে করতে পারে না।
তাছাড়া আপনি যখনই বিয়ে করুন না কেন তা কতটা সফল হবে। তাছাড়া এটি নির্ভর করে আপনার জীবন সঙ্গীর ঘনিষ্ঠতা উপর। কোন বয়সে বিয়ের জন্য মানুষ শারীরিকভাবে প্রস্তুত হয়। সে সম্বন্ধে স্কয়ার হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ওমর ফারুক আবাস বললেন, ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত মেয়েদের ইউটেরাস, ওভারি, পেলভিস পরিপক্ব হয় না।
আরো পড়ুন: জীবনে সুখ পেতে চাইলে বিয়ে করুন মোটা মেয়েকে
এই সময়ের মধ্যে বিয়ে হলে সন্তান নেওয়ার সময় মেয়েদের নানা ধরনের সমস্যা হতে পারে। ছেলেদের ক্ষেত্রেও তাই। ২১ বছর না হওয়া পর্যন্ত তাদের অর্গানগুলো পরিপক্ব হয় না। ৩০ বছরের মধ্যেই মানুষের বিয়ে করে, সন্তান নিয়ে ফেলা উচিত।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।