বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকাকে

২০২২-২৩ আইসিসি সুপার লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দুই ম্যাচে দুর্দান্ত জয়ে ওয়ানডে বিশ্বকাপ পথে এক পা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৯৮ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে সুপার লিগের পয়েন্ট টেবিলের আট নম্বরে। তবে এতেও চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার নিশ্চয়তা পাচ্ছ না প্রোটিয়ারা।
গতকাল ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ৩৭০ রান। জবাব দিতে নেমে ২২৪ রানেই থেমে যায় নেদারল্যান্ডস। ১৪৬ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপ সরাসরি খেলার টিকেট প্রায় নিশ্চিত করে রাখল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে এখন আর লড়াইয়ে আছে শুধু আয়ারল্যান্ড।
তাদের পয়েন্ট হলো ৬৮ অবস্থান ১১ নম্বরে। তবে তাদের এখনও একটি সিরিজ বাকি আছে আইরিশদের। আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ওই সিরিজে সবগুলি ম্যাচ জিতলেই কেবল দক্ষিণ আফ্রিকাকে টপকাতে পারবে আইরিশরা। যদি ওই সিরিজে বাংলাদেশ জিতে যায় তাহলে প্রোটিয়ারাই সরাসরি খেলবে বিশ্বকাপে।
আরো পড়ুন: ২০২৩ বিশ্বকাপ ভারত বিশ্বকাপের কিছু ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ
আগামী মে মাসে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশের। ওই সিরিজের সবকটি ম্যাচে টাইগারদের হারাতে পারলে আইরিশরা পয়েন্ট টেবিলে পেছনে ফেলবে দক্ষিণ আফ্রিকাকে। সুযোগ পেয়ে যাবে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার। তবে সিরিজের একটি ম্যাচও যদি বাংলাদেশ জিতে তাহলে আর কোনো সুযোগই থাকবে না আইরিশদের জন্য। ২১ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগ টেবিলের আটে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের টিকিট নিশ্চিতে তাদের হাতে আর কোনো ম্যাচ নেই।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।