১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ হবে :মির্জা ফখরুল
১০ ডিসেম্বর এর গণসমাবেশ বিএনপির কার্যালয় নয়াপল্টনেই হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ হওয়ার কথা থাকল পুলিশের সাথে বিএনপির নয়াপল্টনের কার্যালয় এখন পুলিশের হাতে। এ নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ হবে।
আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। অপ্রীতিকর কিছু ঘটলে এ জন্য সরকারই দায়ী থাকবে। কিন্তু নয়াপল্টনে বিএনপির কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে, এ অবস্থাই কিভাবে সামাবেশ করবেন,
এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ ১০ ডিসেম্বর আমরা সেখানে যাব। এরপর জনগণই ঠিক করবে কী হবে। আমরা সমাবেশস্থলে যাব। অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করব। এখানে সরকার বাধা দিয়ে অপ্রীতিকর কিছু ঘটালে এর দায়ভার সরকার নিবে।
আরো পড়ুনঃ নেতা-কর্মীদের কাল থেকেই মাঠে নামার নির্দেশ দিলেন ওবায়দুল কাদের
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নয়াপল্টন অফিস থেকে পুলিশ প্রত্যাহার করে সমাবেশ করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান”।
তিনি আরও বলেন, “আমরা নয়াপল্টনের সমাবেশ করার কথা অনেক আগে থেকেই বলে আসছি। সরকারের কাছে বলেছি বিকল্প কোনো ভেন্যু থাকলে সেটা আমাদেরকে বলুন। সেটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা ভেবে আপনাদের জানাবো।
উল্লেখ্য, বুধবার বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের পর রাতে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে বিএনপির কার্যালয় থেকে ১৬০ বস্তা চাল, খিচুড়ি, রান্নার উপকরণ এবং অবিস্ফোরিত ১৫টি বোমা উদ্ধারের কথা জানানো হয়। তাই বিএনপির নয়াপল্টনের কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে।