
আন্তর্জাতিক ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবল দলের র্যাংকিং হালনাগাদ করেছে। ব্রাজিলকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল পাঁচবার চ্যাম্পিয়ন হয়েও শীর্ষস্থান নেমে গেছে তৃতীয় স্থানে।
দুর্দান্ত জয় পেয়েছিল আর্জেন্টিনা পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে খেলে। ব্রাজিল আবারও হেরে গিয়েছিল মরক্কোর কাছে। বিশ্বকাপের রানার্স আপ দল ফ্রান্স ইউরো ২০২৪ বাছাই পর্বে দু বার জয় পেয়েছে। তাই র্যাংকিংয়ে আর্জেন্টিনা ফ্রান্সের হয়েছে উন্নতি আর ব্রাজিলের অবনতি হয়েছে।
আরো পড়ুন: তিউনিশিয়াকে গোলবন্যায় ভাসিয়ে ব্রাজিলের জয়!
বর্তমানে আর্জেন্টিনার মোট পয়েন্ট ১৮৪০.৯৩। ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪৫, আর ব্রাজিলের ১৮৩৪.২১। আর্জেন্টিনা ফ্রান্স ব্রাজিল সেরা দশে রাংকিংয়ে থাকা হলেও অন্য সাত দলের অবস্থান পরিবর্তন হয়নি।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।