খেলাধুলাফুটবল

মেসি যদি সেমিফাইনালে হলুদ কার্ড খাই, তাহলে কি ফাইনালে খেলতে পারবেন?

মেসি বলেছিলেন, রেফারি আর্জেন্টিনার বিপক্ষে ছিল। স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহজের হাত হলুদ কার্ড থেকে মেসি পর্যন্ত বাচতে পারিনি!

মেসি পর্যন্ত বাচতে পারিনি আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস এর মধ্যাকার ম্যাচ স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহজের হাত থেকে। রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট দুই দলই। বিশেষ করে আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস এর ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছেন ১৮টি। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। দুই দলের ফুটবলারদের কার্ড দেখিয়েছেন সমান ৮টি করে।

এমনকি হলুদ কার্ড দেখিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও সহকারী ওয়াল্টার স্যামুয়েলকেও। যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। ম্যাচ শেষে মেসিও চুপ থাকেননি। ধুয়ে দিয়েছেন এই স্প্যানিশ রেফারিকে!

মেসি বলেন, “রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। মানুষ দেখেছে কী হয়েছে। ফিফার এটা পুনর্বিবেচনা করা উচিত। যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত হয়নি। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না”।

হলুদ কার্ড থেকে বাদ পড়েননি মেসিও। ছবি: ইন্টারনেট

এখন আসি আসল কথায়, মেসি যদি সেমিফাইনালে হলুদ কার্ড খাই, তাহলে কি ফাইনালে খেলতে পারবেন? অনেকে এ নিয়ে আছেন দুশ্চিন্তায়। কারন আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস এর ম্যাচে মেসি একটি হলুদ কার্ড খেয়েছেন। এখন যদি মেসি সেমিফাইনালে আর একটি হলুদ কার্ড পাই, তাহলে ত ফাইনালে খেলতে পারবেন না মেসি। তবে বলে রাখি, যারা এমনটা ভাবছেন তারা আসলে ভুল ভাবতেছেন।

কেননা কার্ড নিয়ে ২০২২ থেকে বিশ্বকাপের জন্য নতুন আইন চালু করে ফিফা। আইনটি হলো একজন খেলোয়াড় যদি টুর্নামেন্টে দুইটি হলুদ কার্ড খায় তাহলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবে। নেদারল্যান্ডস এর সাথে নামার আগে আর্জেন্টাইন ফুটবলার আকুনিয়া ও মন্টিয়েল দুই জনই হলুদ কার্ডে ছিলেন। কালকের ম্যাচে আবারও হলুদ কার্ড দেখায় তারা সেমিফাইনালে খেলতে পারবেন না। এক ম্যাচ নিষিদ্ধ তারা।

এটি পড়ুনঃমেসি কেন অন্যান্য খেলোয়াড় থেকে ভ’য়ংকর, জানালেন নেদারল্যান্ডসের খেলোয়াড় ‘ভার্জিল ফন ডাইক’

কিন্তু কথা হলো নতুন আইন অনুযায়ী, সেমিফাইনাল থেকে কার্ড-কাউন্ট আবার নতুন করে শুরু হবে, আগের সব হিসেব বাদ হয়ে যাবে। তাই কাল মেসি-রোমেরোরা হলুদ কার্ড দেখলেও সেটা সেমিতেফাইনালে নাকচ হয়ে যাবে। সে কারণেই সেমিতে হলুদ কার্ড দেখলেও ফাইনালে খেলতে কোনো বাধা নেই মেসিদের। তবে লাল কার্ড দেখলে নিষিদ্ধ হতে হবে তৃতীয় স্থান বা ফাইনাল থেকে। তাই মেসি যদি সেমিফাইনালে হলুদ কার্ড খাই, তারপরও ফাইনালে খেলতে পারবেন মেসিরা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।