ধর্ম

গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়া যাবে কি?

রমজান মাস মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। ইবাদত করার জন্য এই মানুষ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা মুসলমানদের ইবাদত বন্দেগী করার জন্য রমজান মাস রহমত হিসেবে দান করেন। তা প্রত্যেক মুসলমানের উচিত রমজান মাসের সতর্ক হওয়া। সব রকম পাপ থেকে মুক্ত থাকা।

রমজান মাসে দিনের বেলা হালাল খাবার থেকে বিরত থাকা এবং বৈধ স্বামী-স্ত্রীর মেলামেশা থেকে দূরে থাকাই রোজার বিধান। কিন্তু রাতের বেলা পানাহার করা যেমন বৈধ তেমনি স্বামী-স্ত্রীর মেলামেশা করাও বৈধ এবং জায়েজ। রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত।

আরো পড়ুন: শরীরে ব্যান্ডেজ থাকলে ওযু-গোসল করবেন যেভাবে

উম্মুল মোমিনীন আয়েশা রা. বর্ণিত হাদিসে এসেছে, ‘রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে অতিক্রম করতেন। অত:পর তিনি গোসল করে রোজা রাখতেন। (বোখারি : ১৮২৯, মুসলিম : ১১০৯)
উম্মুল মোমিনীন উম্মে সালামা রা. থেকে বর্ণিত হাদিসে এসেছে, সহবাসের ফলে নাপাক অবস্থায় রাসুলুল্লাহ (সা.) সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করে রোজা রাখতেন। (বোখারি : ১৯২৬)

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।