ধর্ম

রোজা রেখে দাঁত ব্রাশ করা করা যাবে কি

রোজা রেখে সকাল বেলা কেউ যদি দাঁত ব্রাশ করতে চান, তাহলে তার জন্য জায়েজ রয়েছে। সেখানে ব্রাশ এবং পেস্ট দুটোই ব্যবহার করা জায়েজ রয়েছে। এতে সিয়াম নষ্ট হবে না বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। এটা অধিকাংশ ওলামায়ে কেরামের তাহকিক। আর এ যুগের যারা গবেষক পর্যায়ের আলেম রয়েছেন তাঁদের সবার বক্তব্য হলো এতে সিয়াম নষ্ট হবে না। তবে টুথপেস্ট যদি গলায় চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে।

আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন:

وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ

অর্থ: তোমরা আহার ও পান করতে থাক যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে ঊষাকালের সাদা রেখা প্রকাশ না পায়। তারপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ কর।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৭]

আরো পড়ুন: যে কারণে ২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬ দিন!

উল্লেখ্য, বলা যায় টুথপেস্ট ও মাজন ছাড়া যদি শুধু দাঁত ব্রাশ করা হয় তাহলে কোনো সমস্যা নেই। তবে মিসওয়াক করাটাই উত্তম হবে।
রদ্দুল মুহতার ৩/৪৪৩; আলমুহিতুল বুরহানি ৩/৩৪৮

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।