জাতীয়সন্দেশ

পিকে হালদারের বিচার শুরু!

পিকে হালদারের (প্রশান্ত কুমার হালদারের) বিচার প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে। আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আজ বৃহস্পতিবার অভিযোগপত্র গঠনের আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম। 

তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পি কে হালদারসহ তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন মহামান্য আদালত। মামলায় আগামী ২২শে সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন আদালত।

প্রশান্ত কুমার হালদার পি কে হালদার নামে পরিচিত। তিনিসহ এই মামলার ১০ আসামি পলাতক। এছাড়াও কারাগারে রয়েছেন মোট ৪ জন আসামি। 

আজ শুনানি উপলক্ষ্যে কারাগারে থাকা পি কে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারী, ঘনিষ্ঠ সহযোগী সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা ও অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হয়েছিল। অভিযোগ গঠনের সময় উপস্থিত আসামিরা নিজেদের নিরপরাধ বলে দাবি করেন। তারা আদালতের কাছে ন্যায়বিচার দাবী করেন।

আরও পড়ুন# উত্তরায় ট্রেনে কাটা পড়ে নি’হত ১

পলাতক অন্য আসামিরা হলো, পি কে হালদারের মা লীলাবতী হালদার, ভাই প্রীতিশ কুমার হালদার, সহযোগী অমিতাভ অধিকারী, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।আদালত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এই মামলায় গত জানুয়ারিতে পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমাদান করে দুদক।

দুদকের দেওয়া অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, পি কে হালদার নামে-বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে ৯৩৩ কোটি টাকার জমি, ফ্ল্যাট ও হোটেল কিনেছেন। এ ছাড়া তিনি কানাডায় পাচার করেছেন প্রায় ৮০ কোটি টাকা।

পিরোজপুরের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন পি কে হালদার। মাত্র ১০ বছরের (২০০৯-২০১৯ সাল) ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এমনই তথ্য দিয়েছে দুদক। অথচ, তার বৈধ আয়ের পরিমাণ মাত্র ১২ কোটি টাকা।

এছাড়াও দেশের চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদার নামে বেনামে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বের করে নেন। এই টাকা আর ফেরত না আসায় প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না।

উল্লেখ্য পিকে হালদার বর্তমানে দেশ ছেড়ে আত্মগোপন করে পালিয়ে গেছেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।