টিপস এন্ড ট্রিকস

বগলের কালো দাগ স্থায়ীভাবে দূর করার সহজ তিনটি উপায়

অধিকাংশ মানুষ বগলের নিচে কালো দাগ নিয়ে চিন্তিত থাকে। অনেক মানুষ আছে সৌন্দর্য্য নিয়েও অনেক বেশি চিন্তাভাবনা করেন। বর্তমানে বাংলাদেশের ৮৫%মানুষের বগলের নিচে কালো দাগ হয়। আসলে এটা কোন রোগ নয়। আবার রোগ না বললেও হয়না। অধিকাংশ মানুষই বগলের কালো দাগ চিন্তিত। চলুন বগলের কালো দাগ স্থায়ী ভাবে দূর করার সহজ তিনটি উপায়।

গোলাপজল আর চন্দনের গুঁড়ো: চন্দন ও গোলাপজলের প্যাক ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। সাথে ত্বকের কালচে ভাব দূর করে। তাই এই প্যাকটি খুবই কার্যকরী। সপ্তাহে দুই দিন এই প্যাকটি অবশ্যই ব্যবহার করুন। দু সপ্তাহের মধ্যে বগলে হওয়া কালচে দাগ দূর হবে ও ত্বক দেখতে সুন্দর লাগবে।

অলিভ অয়েল: দুই চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ লাল চিনি মেশান। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ বগলে লাগালে সহজেই ওই অংশের ত্বকের কালচে দাগ ফিকে হয়ে মিলিয়ে যাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর এক ঘণ্টার মতো মিশ্রণটি লাগিয়ে রাখুন বগলের তলে। আবার প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে মিশ্রণটি লাগিয়ে রাখলে বগলের সকল কালো দাগ দূর হয়ে যাবে স্থায়ীভাবে।

আরো পড়ুন: বগলের কালো দাগ দূর করার ৪ টি ঘরোয়া পদ্ধতি।

ডিম ও হলুদ: ডিমের সাদা অংশ ও হলুদ একসাথে মিশ্রণ করে নিন। ডিমের সাদা অংশ ও হলুদ ব্রাশ বা হাতে নিয়ে বগলে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ধোয়ার পর স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটা সপ্তাহে ২ দিন ব্যবহার করুন। এছাড়া ডিমের কুসুম প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং উজ্জ্বলতাবর্ধক হিসেবে কাজ করে। এক্ষেত্রে আক্রান্তস্থানে ডিমের কুসুম ব্যবহার করে ২০ মিনিট পর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।