ফিচার

৫ বছর বয়সে সন্তানের জন্ম! বিশ্বের কনিষ্ঠতম মা লিনা

পেরুর এলাকার বাসিন্দা লিনা মেডিনা বাংলা। সারা বিশ্বের ছোট মা হিসেবে লিনা মেডিনা সবচেয়ে বেশি পরিচিত। মাত্র পাঁচ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম ১৯৩৯ সালে। পেরুর টিক্রাপোতে ১৯৩৪ সালে লিনার জন্ম হয়েছিল। লিনার বাবার নাম টিবুরেলো মেডিনা ও মায়ের নাম ভিক্টোরিয়া লোসিয়া। ছিলেন নয় ভাই বোন। সকল ভাই বোনের তুলনায় লিনা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল, তার শারীরিক পরিবর্তন ঘঠছিল।

তবে শারীরিক দিক থেকে বাকিদের থেকে যেন একটু দ্রুতই বেড়ে উঠছিলেন লিনা। বিষয়টি চোখে পড়লেও প্রাথমিকভাবে ততটা গুরুত্ব দেয়নি তাঁর পরিবার। তবে সাড়ে পাঁচ বছরের লিনার তলপেটের আয়তন আকস্মিকভাবে বৃদ্ধি পেলে আশঙ্কা জন্মায় তাঁর মায়ের মনে। স্থানীয় চিকিৎসকের কাছে দ্বারস্থ হন লিনার বাবা মা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হয়তো টিউমর বেড়ে উঠছে লিনার গর্ভে। তবে সেই ভুল ভাঙে পিকসো হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করার পর। না, টিউমর নয়।

বরং, লিনা সাত মাসের অন্তঃসত্ত্বা। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছিল মেডিনা পরিবারে। এতটুকু বয়সে লিনা গর্ভবতী হওয়ায়, জন্ম নেওয়া সন্তান আদৌ স্বাভাবিক হবে কিনা তা নিয়েও ঘনিয়েছিল সন্দেহের মেঘ। এই ঘটনা সামনে আসার সঙ্গে আরও একটি বিষয় সামনে এসেছিল। লিনার ওপর হওয়া যৌন হেনস্থার বিষয়। ছোট্ট লিনার সন্তানের বাবা কে তা নিয়েও শুরু হয় তদন্ত। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে তার বাবাকে গ্রেফতার করে পুলিশ।

কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় একপর্যায়ে ছেড়ে দেওয়া হয়। সে সময় লিনাও এতোটাই ছোট ছিল যে, সন্তানের বাবা কে এর তদন্তে কোনো ভাবেই পুলিশকে সাহায্য করতে পারেনি। আজও বিষয়টি রহস্যই রয়ে গেছে। শেষে অস্ত্রোপচার করে লিনার প্রথম সন্তানকে ভূমিষ্ঠ করা হয়। নাম রাখা হয় গেরার্ডো। যে চিকিৎসক তার অস্ত্রোপচার করেছিলেন তারই নামানুসারে। জন্মের সময় সন্তানের ওজন ছিল ২ কেজি ৭০০ গ্রাম। অর্থাৎ স্বাভাবিক ওজন নিয়ে সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিয়েছিল ছোট্ট লিনা।

আরো পড়ুন: ১৬৫ কেজি ওজন কমিয়ে নজির গড়লেন তিনি

ছেলে গেরার্ডোর কাছে লিনার পরিচয় ছিল বড় বোন। গেরার্ডো তার সঙ্গে সে ভাবেই আচরণ করতেন। সারা দিন বোনের সঙ্গে খেলাধুলা করে, কখনও বা দুষ্টুমি করে দিন কেটে যেত। ১০ বছর বয়স হলে গেরার্ডো জানতে পারে- লিনা আসলে তার মা। ১৯৭০ সালে বিয়ে করেন লিনা এবং নয় বছর পর জন্ম হয় তার দ্বিতীয় সন্তানের। তবে মাত্র ৪০ বছর বয়সে লিনার প্রথম সন্তান গেরার্ডো অস্থিমজ্জা সংক্রান্ত রোগে মারা যান।

বিশ্বের কনিষ্ঠতম মা লিনা। ছবি: সংগৃহীত

কিন্তু প্রশ্ন এখন পাঁচ বছরের শিশু কিভাবে সন্তান জন্ম দিতে পারে, এই বিষয়ে চিকিৎসকেরা জানিয়েছিল লিনার এই ব্যতিক্রমী শারীরিক অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় প্রিকসিয়াস পিউবার্টি। অর্থাৎ মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিঃসৃত হয়, সেই অংশেরই কিছু সমস্যার কারণে সময়ের আগেই প্রজনন করার ক্ষমতা এসে যায়। লিনার ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা। আজ লিনার বয়স ৮৯ বছর, এখন সুস্থ ভাবে রয়েছেন বিশ্বের সবথেকে কনিষ্ঠতম মা, তবে নিজের জীবনী নিয়ে কোনোদিনও সংবাদমাধ্যম থেকে শুরু করে অন্য কারোর সামনে মুখ খোলেননি তিনি।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।