স্বাস্থ্য ও লাইফস্টাইল

গরমে যে রঙের পোশাক পরলে স্বস্তি মিলবে

প্রচন্ড গরমে অনেকেই খুব কষ্ট করে। গরমের তাপমাত্রা সহ্য করার মতো নয়। প্রচণ্ড গরমে কর্মজীবনে বাহিরে নিয়মিত যাতায়াত করার ফলে সবারই নাজেহাল অবস্থা। শুধু তাই নয় ঘরে বসেও রেহাই মিলছে না প্রচণ্ড এই গরম থেকে। চাই একটু আরাম এবং স্বস্তি। তবে আরামদায়ক কিছু পোশাক এই গরমে আপনাকে এনে দিয়ে পারে একটু খানি স্বস্তি। আজকে আপনাদের জানাবো গরমে কোন রঙের কাপড় পড়বেন…

সব সময় চেষ্টা করুন হালকা রঙের জামা পরিধান করার জন্য। এতে করে গরম কম লাগবে এবং আপনি পাবেন আরাম এবং স্বস্তি। হালকা কমলা এমন একটি উজ্জ্বল রঙ যা গরমকালে খুবই আকর্ষণীয় লাগবে। হালকা কমলা এবং হলুদে রয়েছে লালের মত উত্তেজনা, আবেগ, শক্তি আর আশা।

আরো পড়ুন: গরমে ঠান্ডা পানি কেন খাবেন না

কমলা রঙে এ সময়ে আপনাকে যেমন মিষ্টি লাগবে তেমনি রঙটিও ফুটে উঠবে চমৎকার ভাবে। গরমে সঠিক রঙের পোশাক বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। যদি গরমকালে কালো, গাঢ় নীল, গাঢ় বেগুনি, গাঢ় সবুজ ইত্যাদি গাঢ় রঙের কাপড় পরেন তাহলে তা সূর্যের আলোকে শুষে নেবে যা মোটেও ভালো দেখাবে না, অস্বস্তিও লাগবে। সুতরাং এই গরমে সতেজ ও সুন্দর দেখাতে হলে অবশ্যই সঠিক রঙ নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।