Cruella: সহজ সরল এক মেয়ের নিষ্ঠুর হয়ে উঠার গল্প

Cruella: সহজ সরল এক মেয়ের নিষ্ঠুর হয়ে উঠার গল্প
স্টেলা মিলার। এক অদ্ভুত কিন্তু চমৎকার জিনিয়াস মেয়ে। ছোটকাল থেকেই তার ফ্যাশন সেন্স ভিন্ন। আলাদা। পাগলাটে জিনিয়াস হলে যেমনটা হয় আর কি। আর হচ্ছে প্রতিবাদী। রগচটা ভীষণ। ফলে বাধ্য হয়ে স্কুল আর শহর ছাড়া লাগে তাকে। তারপর কোনো এক দুর্ঘটনায় বাচ্চা বয়সেই মাকে হারানো। লন্ডনের সড়কে সংগ্রাম করে (পড়ুন পকেটমারি করে) বেঁচে থাকা।
#আরও পড়ুন: Bhool Bhulaiyaa 2: পূর্বসূরীর নাম ধরে রাখতে কতটা সফল?
কিন্তু ছোটোকালের স্বপ্ন ঠিক কাটে না তার। রয়ে যায় সুপ্ত এক বাসনা হয়ে। মৃতা মায়ের প্রতি সম্মান দেখাতে সহজ সরল মেয়ে স্টেলা হয়ে থাকে সে। ফ্যাশন ডিজাইনার হওয়ার ক্যারিয়ার বেছে নেয়। চায় বিখ্যাত হতে। সবাই যাতে চিনতে পারে তাকে। মেয়েটা বেশ গুণীও। গড়ে তোলে ইউনিক সব ডিজাইন। মেন্টরের পছন্দের একজন হয়ে ওঠে।
তারপর হঠাৎ করেই দশ বছরের পুরোনো সেই ভয়ংকর সত্যের মুখোমুখি হয়। আর তাতে পুরো জগৎ উল্টেপাল্টে যায় স্টেলার। কোনটা সত্য আর কোনটা মিথ্যে বুঝে উঠতে হিমশিম খায় সে। ভেঙে পড়ে। কিন্তু সামলে নেয় আবার। তারপর মায়ের সহজ সরল মেয়ে স্টেলা হয়ে উঠে স্বভাবজাত রুক্ষ কিংবা বলা যায়, অনেকটাই নিষ্ঠুর।
“They say there are five stages of grief. Denial, Anger, Bargaining, Depression, and acceptence.” (সবাই বলে শোকের পাঁচটি ধাপ রয়েছে। অস্বীকৃতি, ক্রোধ, তর্কাতর্কি, বিষণ্ণতা, আর স্বীকৃতি।)
#আরও পড়ুন: The Unholy (2021): অপবিত্র এক কুমারী মেরির গল্প
কিন্তু স্টেলার ভাষায়, “Well, I’d like to add one more. REVENGE.” (বেশ, আমি সেখানে আরেকটা যোগ করতে চাই। প্রতিশোধ।)
প্রতিশোধ। আর হ্যাঁ, বেশ ভালোই প্রতিশোধ নেয় সে। এটা স্টেলা মিলারের ‘Cruella De vil’ হয়ে ওঠার কাহিনী। প্রতিশোধের গল্প।
Emma stone, Emma Thompson উভয়ই চমৎকার অভিনয় করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক চমৎকার। বিশেষ করে শেষটায়। তবে হ্যাঁ, ১৯৬১ এর এনিমেশন আর ১৯৯৬ এর লাইভ একশন (101 Dalmatians) মুভির সাথে মেলাতে যাবেন না কেউ। মাথা থেকে সব ঝেড়ে ফেলে শান্তভাবে দেখবেন। উপভোগ্য হবে।
এক নজরে Cruella (2021):
মুক্তির তারিখ: ২৮শে মে, ২০২১
জনরা: American Crime Comedy
পরিচালক: ক্রেইগ গিলেস্পি/ Craig Gillespie
অভিনয়ে: Emma Stone, Emma Thompson, Joel Fry, John McCrea, Mark Strong, Andrew Leung.
IMDb রেটিং: ৭.৩/১০
Rotten tomatoes: 74%
পার্সোনাল রেটিং: ৪/৫ (এমা স্টোনের বাইপোলার অভিনয়ের জন্য)
#আরও পড়ুন: Maquia: When The Promised Flower Blooms (2018) – এক প্রতিশ্রুতির গল্প!