শিক্ষামন্ত্রী দীপু মনির মা আর নেই
বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনির মা দুনিয়াতে আর বেচেঁ নেই। ৬ মে শনিবার দুপুর ১২ টার সময় রাজধানীর কলাবাগানের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
তিনি রোববার সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটওয়ারী বাড়ি।
আরো পড়ুন: স্মৃতিশক্তি বাড়াবেন যেভাবে
এদিকে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।