চাকরি

চাকরির ইন্টারভিউতে চাকরি পেতে হলে যে পাঁচ প্রশ্নের উত্তর আপনাকে জানতেই হবে

একজন শিক্ষার্থী যখন চাকরি জন্য ইন্টারভিউ দিতে যান তখন তাকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই চাকরির দেওয়ার আগেই প্রশ্ন আপনাকে অবশ্যই পারতে হবে। বিশেষ করে আপনাকে এই প্রশ্ন না জানলে হবেনা। চলুন জেনে নেয়া যাক প্রশ্ন গুলা…

১. প্রথম প্রশ্ন হল আপনাকে নিজের সম্পর্কে বলতে হবে, চাকরি ইন্টারভিউতে সাধারণ ভাবে এই প্রশ্ন হয়ে থাকে। আপনার সম্পর্কে কিছু বলুন। এর জবাবে নিজের গোছালো একটা বিবরণ দিয়ে ফেলতে পারেন, মনে রাখবেন ফার্স্ট ইম্প্রেশনই কিন্তু লাস্ট করে: অর্থাৎ মনে গভীর ছাপ ফেলে। তাই শুরুটা করতে হবে পারফেক্ট।

২. কেন এই চাকরি করতে আগ্রহ, যখন একজন পরীক্ষক আপনাকে এই প্রশ্নটি করেন, তখন তিনি আপনার কাছ থেকে জানতে চাইছেন যে আপনি সত্যিই এই চাকরির জন্য আগ্রহী কি না। তখন আপনি আপনাকে নিজের মতো গুছিয়ে আপনার পরীক্ষক্ষকে উত্তরটি দিয়ে দিবেন।

৩. তৃতীয়ত আপনাকে প্রশ্ন করা হবে আপনার পড়ার শক্তি কি, এক্ষেত্রে শিক্ষাগত বা অভিজ্ঞতার কথা আবার বলবেন না। বরং অন্যকিছু বলুন। বিশেষ কোনও অর্জন বা প্রশিক্ষণ থাকলে সেটার কথা বলুন। নিজের কাজের কোনও উদাহরণ দেওয়ার চেষ্টা করুন। যেমন আপনি কখন কোন টিমে কাজ করেছেন এবং সেখানে আপনার অবদান কী ছিল তাও বলুন। তাছাড়া আপনার সৃজনশীল প্রতিভা কথা বলতে পারেন।

৪. আপনর চাহিদা সম্পর্কে জানতে চাইবে, এ প্রশ্নের মাধ্যমে চাকরিদাতা জানতে চান, চাপের মধ্যে থেকেও কোম্পানির জন্য কাজ কীভাবে করবেন তার উপায়। এ ছাড়া কোনো সহকর্মী অযথাই আপনার সঙ্গে বাজে ব্যবহার করলে আপনি কীভাবে তা হ্যান্ডেল করবেন তাও এ প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন।

আরও পড়ুন: ঢাকায় চাকরির নিয়োগ মার্কিন সংস্থার, বেতন বছরে ৮ লাখ ৮২ হাজার

৫. অবশেষে আপনাকে লক্ষ্য সম্পর্কে যা জিজ্ঞাসা করা হবে,কোনও ভাল চাকরির সুযোগ পেলে আপনি কি এই কোম্পানি ছেড়ে দেবেন? মূলত এটাও জানতে চাইতে পারেন অনেকে। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন, আমি যদি ভালো পারফর্মেন্স দেখাতে পারি, তবে প্রতিষ্ঠানও নিশ্চয়ই আমাকে ছাড়তে চাইবে না। তা ছাড়া একটা কিছু শেখা বা অভিজ্ঞতার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।

এমনটাও বলতে পারেন। মনে রাখবেন, ‘আমি কখনই আপনাদের ছেড়ে যাবো না’ চাকরিদাতা কিন্তু এমন উত্তরও পছন্দ করবেন না। ধৈর্য ধরে আপনি তাদের কাজগুলা করতে পারেন। তাদের যতটুকু লক্ষ্য কাজ করার তার থেকে একটু বেশি কি কাজ করার চেষ্টা করো।

বাংলাদেশের এবং বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।