খবর

মুক্তি মিলছে না গোল্ডেন মনিরের আবেদনের শুনানি ২৬ এপ্রিল

মোঃ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের অর্থপাচার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য আগামী ২৬শে এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ২৬ তারিখ পর্যন্ত মনিরকে কারাগারে থাকতে হবে। রায় দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফার সিদ্দিক।

মনিরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে গত ৫ এপ্রিল অর্থপাচার মামলায় মো.মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেন হাইকোর্ট। পরে জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আরো পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫

২০২১ সালের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মানি লন্ডারিংয়ের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।