প্লাস্টিকের বোতল পানি পান করলে হতে পারে যেসব ক্ষতি

প্লাস্টিকের বোতল বর্তমানে আমরা দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে থাকি। প্লাস্টিকের জিনিসপত্র আমাদের সাথে একবারে মিশিয়ে খেয়েছে। রান্নাবান্নার কাছ থেকে শুরু করে পানি খাওয়ার পাত্ররা পর্যন্ত প্লাস্টিকের হয়। বর্তমানে আমরা প্লাস্টিকের বোতলের পানি পান করে থাকি। এমনকি বাসা বাড়িতে ও প্লাস্টিকের বোতলে পানি রেখে পান করি। আপনি কি জানেন কতটা ক্ষতিকর প্লাস্টিকের বোতলে পানি পান করা? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে…
প্লাস্টিকের বোতলে পানি পান করা খুবই ক্ষতিকর হতে পারে। আবার ততোটা ক্ষতিকর নাও হতে পারে। এটা নির্ভর করছে, ঐ বোতলটা কোন প্লাস্টিক দিয়ে তৈরি তার ওপর।যদি ঐ বোতলের প্লাস্টিকটা হয় পলিইথিলিন টেরাফথ্যালেট, তবে ঐ বোতলটা পানি রাখার কাজে একবারের বেশি ব্যবহার করা ঠিক নয়।
যদি, ঐ বোতলের প্লাস্টিকটা হয় হাই ডেনসিটি পলিইথিলিন বা লো ডেনসিটি পলিইথিলিন বা পলিপ্রপিলিন, তাহলে ঐ বোতলে পানি পান করা অনেকটা নিরাপদ। অন্যান্য প্লাস্টিকের তৈরি বোতলে পানি পান করা রীতিমতো ক্ষতিকারক হতে পারে। তবে অনিরাপদ প্লাস্টিকের ক্ষতিগুলো চট করে বোঝা যায় না, বোঝা যায় অনেক দিন পর। অনেকটা স্লো পয়জনিং-এর মতো। ক্ষতি কিন্তু কম হয় না, এমনকি ক্যানসার হওয়ার ঝুঁকিও থাকে।
ক্ষতিকর উপাদান: গরমে যখন প্রকৃতির তাপমাত্রা বাড়ে তখন স্বাভাবিকভাবে প্লাস্টিকের বোতলে থাকা পানিও গরম হয়ে যায়। এতে প্লাস্টিকের নানা উপাদান বোতলে থাকা পানিতে মিশে যায়। তাপমাত্রা বেড়ে গেলে ক্ষতিকারক উপাদানগুলোও অনেক বেশি মিশতে থাকে। আর সেই পানি পান করলে তা শরীরের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
ডায়াবেটিস, মেদ ও আরও অনেক সমস্যা: প্লাস্টিকে থাকে Biphenyl-A নামক একটি উপাদান। এই উপাদান গরম তাপ পেলে পানির সঙ্গে দ্রুত মিশে যায়। এটি শরীরে প্রবেশ করলে দেখা দিতে পারে ডায়াবেটিস, বন্ধ্যাত্ব, মেদ, মানসিক জটিলতার মতো সমস্যা। তাই এ ধরনের মারাত্মক সমস্যা থেকে দূরে থাকতে হলে প্লাস্টিকের বোতলে পানি পান করা বন্ধ করতে হবে।
আরো পড়ুন: চোখের যত্ন নেওয়ার উপায়
রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়: প্লাস্টিকের বোতলে পানি পান করার আছে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। আপনি যদি প্লাস্টিকের বোতলে রাখা পানি খান তবে সেই পানির সঙ্গে মিশে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করে। ফলে কমতে থাকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা।
ক্যান্সারের ঝুঁকি কমায়: প্লাস্টিকের বোতলে থাকে থ্যালেট নামক একটি ক্ষতিকর উপাদান। প্লাস্টিকের বোতলে পানি রাখলে তা পানির সঙ্গে মেশে। এই ক্ষতিকর উপাদান বাড়িয়ে দেয় লিভার ক্যান্সারের ঝুঁকি।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।