স্বাস্থ্য ও লাইফস্টাইল

চিরতরে ব্রণ দূর করার ঘরোয়া উপায়

১. ব্রণ এর সমস্যা সমাধানের জন্য নানা ঘরোয়া ভাবে ব্যবহার করতে পারেন আপনি নিম ও হলুদের প্যাক। তবে নিম ও হলুদের প্যাক যে কোনও ত্বকের জন্যেই বেশ ভালো। সে কারণে এই নিম হলুদের প্যাক ব্যবহার করতে পারেন। নিম পাতা বেটে নিন। তার সঙ্গে সম পরিমাণে হলুদ বাটা মিশিয়ে দিন। এখন হাতে নিয়ে আপনার মুখের ত্রকে লাগিয়ে নিন। অর্থাৎ আপনার মুখে শুধুই ব্রণর উপরে এই মিশ্রণ লাগিয়ে দিন। ১০ মিনিট রেখে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে মেনে চলুন এই রুটিন। দেখবেন ঠিক হয়ে গিয়েছে। সপ্তাহ ব্যবহার করার পর ফলাফল পাবে না হাতে হাতে।

২.রসুন ব্রণের খুব উপকারী একটি বস্তু। এটি ব্যবহার করাও খুব সহজ। এক থেকে দুটি রসুন দুই টুকরা করে কেটে নিন। তারপর ব্রণের জায়গায় রসুনটা লাগান। মিনিট পাঁচেক পরে ধুয়ে ফেলুন। রাতে শুতে যাওয়ার আগে এটা করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন।

৩. প্রথমে চন্দন কাঠের গুড়োঁর সাথে গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এরপর এতে ২-৩ ফোঁটা লেবুর রস মিশাণ। গোলাপজল অনেকের ত্বকের সাথে এডজাষ্ট হয় না। তারা সেই ক্ষেত্রে গোলাপ জলের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ আপনার ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে। সপ্তাহে ৩-৪দিন ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।

আরো পড়ুন: প্রাকৃতিকভাবে সুন্দর হওয়ার সহজেই উপায়

৪. মুখে ব্রণ হলে সরিষা দারুণ কাজ করে। সরিষার সাথে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড যা ত্বকের সংক্রমণকে ধ্বংস করে দেয়। তাই দুই টেবিল চামচ পরিমাণ সরিষা গুড়া নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। এবং একটি পেস্ট তৈরি করুন। মুখে এই পেস্টি ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে মুছে ফেলুন। সাপ্তাহে দুইবার ব্যবহার করলে ফলাফল পাবেন হাতে হাতে।

৫. সর্বোপরি ব্রণ সারাতে যেকোনো ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিন। প্রেসক্রিপশন অনুযায়ী দুই থেকে তিন মাস পর্যন্ত ওষুধ সেবন করতে হতে পারে। পাশাপাশি ক্রিম ,ফেসওয়াশ, ব্যবহার করা যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার ব্যবহার করবেন। আবার, সন্ধ্যার পর বা রাতে ব্যবহার করুন। এসব ক্রিম অতিমাত্রায় ব্যবহার না করে, পরিমাণ মতো ব্যবহার করলে ত্বকের জন্য ভালো হবে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।