বেসিন এর পাইপের ময়লা দূর করার সহজ কিছু টিপস
দৈনিক আমরা বিভিন্ন রান্নার জিনিস বেসিন ধৌত করে থাকি। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বাড়ির প্রত্যেকটা স্থানই খুব পরিষ্কার রাখা উচিত। রান্নাঘরের বেসিন এর মধ্যে মাঝেমধ্যেই নানান ধরনের জিনিসপত্র আজকে গিয়ে পচা গন্ধ বেরোয় অথবা জল ঠিক করে পাস হতে চায়না। এর সমাধানের জন্য আপনাকে বেশি কিছু ভাবতে হবে না রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপাদান দিয়ে এই আপনি বেসিনের পাইপ পরিষ্কার করতে পারবেন।
1.আপনার যদি বেসিন পরিষ্কারের জন্য খুব একটা সময় না থাকে তবে হার্ড ওয়্যারের দোকান থেকে কস্টিক সোডা কিনে রাখুন। বেসিনে ময়লা আটকে গেলে এর সাহায্যে খুব দ্রুত পরিষ্কার করতে পারবেনবাইরে থেকে চাপ দিয়ে পাইপের ভেতরের আবর্জনা পরিষ্কারের নির্দিষ্ট ব্রাশ রয়েছে। এই ধরনের একটি ব্রাশ কিনে রাখতে পারেন। রাতে থালাবাসন ধোয়ার কাজ শেষ হয়ে গেলে সেই ব্রাশ দিয়ে একবার চাপ দিয়ে পাইপ পরিষ্কার করে রাখুন। এতে পাইপে ময়লা জমবে না।
2.গরম জলের মধ্যে দুই চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়ে পাইপের মধ্যে ঢেলে রেখে দিন। যদি বাড়িতে বেকিং সোডা না থাকে তাহলে বেকিং সোডার পরিবর্তে গরম জলের মধ্যে নুন ভালো করে মিশিয়ে দিয়ে পাইপের মধ্যে ঢেলে দিতে পারেন।
3.একবার পাইপ পরিষ্কার করার পর পানিতে ভিনেগার মিশিয়ে নিন। ১মগ জলে মাত্র ২ কাপ ভিনেগার মেশান এবং তারপরে ডিটারজেন্ট পাউডার এবং ১চা চামচ বেকিং পাউডার মেশান। ১ চা চামচ ডিটারজেন্ট পাউডার যথেষ্ট হবে। এখন এই মিশ্রণ দিয়ে পাইপটি শুধু উপর থেকে নয়, ভেতর থেকেও ভালোভাবে পরিষ্কার হবে। এরপর স্বাভাবিক পানি দিয়ে ৩ থেকে ৪ বার ভালো করে ধুয়ে ফেলুন। এতে করে পাইপ নতুনের মতো চকচক করবে।
আরো পড়ুন: যেসব টিপস রান্নাকে সহজ করবে!
4.অবশেষে বলবো, আমরা বাড়িতে অনেক ডিম খায়, তাই ডিমের খোসা না ফেলে দিয়ে ঘরের সংগ্রহ করুন করে রাখবো। ডিমের খোসা খুব মিহি করে গুঁড়া করে সিঙ্কে বা বেসিন ছাঁকনির মধ্যে দিয়ে দিন। বেশি করে পানি ঢেলে দিন। পাইপের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে।
বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।