উচ্চশিক্ষা

কানাডা কেন বেশী অভিবাসী নিচ্ছে? কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায়!

কানাডা সরকার ১০ লাখ অভিবাসী নিচ্ছে। তাদেরকে স্থায়ীভাবে বসবাসেরও অনুমতি দেবে দেশটির সরকার

অনুলিপি ডেস্কঃ কানাডা আমেরিকা মহাদেশের উত্তরের অংশে অবস্থিত। কানাডা বাংলাদেশ থেকে প্রায় ৭০ গুণ বড়। প্রায় ১ কোটি বর্গকিলোমিটার কানাডার আয়তন।পরিসংখ্যানের তথ্যানুযায়ী, পাঁচ বছর পূর্বে ২০০৬ সালে কানাডার জনসংখ্যা ছিল ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৯৭ জন।

শীতল এই দেশটির জনসংখ্যা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৬৮৮ জন। কানাডা সরকার ১০ লাখ অভিবাসী নিচ্ছে। তাদেরকে স্থায়ীভাবে বসবাসেরও অনুমতি দেবে দেশটির সরকার। আগামী তিন বছরে কানাডায় ১০ লাখ অভিবাসী নেয়া হবে। আর এমনটাই ঘোষণা করেছে সে দেশের সরকার। এটি প্রতিবছর দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

কানাডা ২০১৭ সালে দুই লাখ ৮৬ হাজারের বেশি লোককে সেদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে। এ প্রকল্পের আওতায় এ বছর তিন লাখ ৫০ হাজার লোক নেয়া হবে। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন নতুন অভিবাসীদের আগাম স্বাগত জানিয়েছেন। মন্ত্রী নিজেও সোমালিয়া থেকে যাওয়া অভিবাসী।

প্রতিবেশী যুক্তরাষ্ট্র যেখানে দিন দিন অভিবাসন নীতি কঠোর করছে, সেখানে উদার অভিবাসন নীতির জন্য জনপ্রিয়তা অর্জন করছে কানাডা। এ কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকেরা কানাডামুখী হচ্ছেন।কানাডা সরকার হতে জানা জানা গেছে যে ওই দেশের যত শ্রম শক্তি আছে তা আসে সব অভিবাসীর কাছ থেকে।

সেজন্য এ দেশে বিপুল পরিমাণে অভিবাসি নিয়োগ করা হচ্ছে। মূলত জনসংখ্যা বাড়ানোর জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে। ২০৩২ সালের মধ্যে অভিবাসীর মাধ্যমে সেই দেশে জনসংখ্যা বাড়বে বলে সরকার আশাবাদে। কানাডায় অভিবাসী নেওয়া হয় তাদের দক্ষতার উপর ভিত্তি করে। পারিবারিক সম্পর্কের কারণে নয়। ২০২৫ সালের মধ্যে কানাডা এদিকে ষাট শতাংশ পর্যন্ত নিয়ে যেতে চায়।

কানাডায় কেন মানুষ আসতে চাইবেন না? যে দেশ বিশ্বের সবথেকে সুন্দর এবং উন্নতমানের সে দেশে কে না যেতে পছন্দ করে। তাছাড়া স্থায়ীভাবে বসবাসকারী হতে পারবে। পরিবেশ, স্বাস্থ্য, সুরক্ষা ও শিক্ষার দিক থেকে কানাডার শহরগুলো বিশ্বের সবথেকে সেরা। কানাডায় সবচেয়ে অভিবাসী যায় আফ্রিকার না হয় এশিয়ার। কানাডা সরকার বলেছে ২০৪১ সালের মধ্যে কানাডার প্রতি চারজনের একজন হবে এশিয়ার না হয় আফ্রিকার।

পরিবেশ, স্বাস্থ্য, সুরক্ষা ও শিক্ষার দিক থেকে কানাডার শহরগুলো বিশ্বের সবথেকে সেরা। ছবিঃ ইন্টারনেট

২০২৩ সালের ৪ লাখ ৬৫ হাজার স্থায়ী অভিবাসী নিতে চাই সরকার । ২০২৪ সালে ৪ লাখ ৮৫ হাজার স্থায়ী বাসিন্দা নিতে চাই কানাডা সরকার। তাছাড়া আরও জানিয়েছেন ২০২৫ সালে ৫ লাখ স্থায়ী বাসিন্দা নিতে চাই কানাডা সরকার।তাছাড়া সরকার আরো জানিয়েছেন যে শতকরা কান্ডার স্থায়ী বসবাসকারীর ২৯ থেকে ৩০ ভাগ হবে অভিবাসী।

আরো পড়ুনঃঅসম্ভব হলেও সত্য, মাথা ছাড়াই ১৮ মাস বেঁচে ছিলেন এই মুরগি

কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায়ঃ কানাডা প্রতি বছর চার লাখ অভিবাসীকে স্বাগত জানানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। এই নতুন অভিবাসীদের প্রায় ৬০ শতাংশ দক্ষ কর্মী এবং ব্যবসায়িক অভিবাসী হিসেবে কানাডায় প্রবেশ করবেন। এছাড়া বাকি প্রায় ২৫ শতাংশ পারিবারিক পৃষ্ঠপোষকতায় এবং ১৫ শতাংশ শরণার্থী হিসেবে গ্রহণ করবে কানাডা। বিদেশে উচ্চশিক্ষা, চাকরি অথবা ব্যবসা-বাণিজ্য যে ক্ষেত্রে যেতে চান আপনাকে প্রথমে কানাডার ভিসা গ্রহণ করতে হবে। কানাডাতে টেম্পোরারি ভিসা সাধারণত তাদেরকে দেয়া হয় যারা অল্প সময়ের জন্য উচ্চশিক্ষা, কাজ অথবা ভ্রমণের জন্য আসেন। আপনি ভ্রমণের আগে অবশ্যই যাচাই করে নেবেন আপনার কোন ভিসা প্রয়োজন।

কানাডার ভিসা মূলত কয়েক প্রকার হয়ে থাকে। যেমনঃ টেম্পোরারি ভিসা, ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স কানাডা, ওয়ার্ক পারমিট, ইন্সুরেন্স, প্রাদেশিক নমিনি প্রোগ্রাম (পিএনপি), পারিবারিক শ্রেণির অধীনে কানাডায় অভিবাসন ইত্যাদি। এখান থেকে আপনি কিসের জন্য যেতে চাচ্ছেন তা বেছে নিতে হবে। প্রত্যেকটির ভিসা কার্যক্ষম আলাদা হয়ে থাকে।

কানাডার নাগরিকত্ব কারা সহজেই পেয়ে থাকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নাগরিক এবং কানাডার পিতামাতাদের সঙ্গে বসবাসকারীরা কানাডার নাগরিকত্বের জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্য। তাদের আইআরসিসির(Immigration, Refugees And Citizenship Canada) কাছে ‘নাগরিকত্বের প্রুফ’ আবেদন জমা দিতে হবে। নাগরিকত্বের জন্য কানাডা বিশ্বের অন্যতম প্রবেশযোগ্য পথও সরবরাহ করে। অভিবাসীরা প্রাথমিকভাবে তিন বছর থাকার পর স্থায়ী বসবাসের ও কানাডার নাগরিকত্বের যোগ্য হতে পারেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।