ফিচার

এসি ছাড়াই এই গরমে ঘরকে ঠান্ডা রাখবেন যেভাবে

আমরা সবাই নিজেকে গরম থেকে রক্ষা করার জন্য বাহিরে যাওয়া কমাতে হবে। অনেক মানুষই আছে ঘরে গরম থাকার কারণে বাহিরে বের হয় শরীর ঠান্ডা রাখার জন্য। এই গরমের সময় মানুষসহ সকল জীবন্তু গরমে অস্থির হয়ে পড়ে।

ভয়াবহ গরমের পরিস্থিতি সবার দৈনিক সঙ্গী হয়ে উঠেছে এসি বা এয়ার কন্ডিশন। যাদের বাড়িতে এসি নেই তারা সিলিং ফ্যান বা খাঁচা ফ্যান ব্যবহার করে। আজকের প্রতিবেদনে এমন কিছু টিপস নিয়ে এসেছি এসি বা ফ্যান ছাড়া আপনার ঘর ঠান্ডা রাখবেন।

এসি ছাড়াই এই গরমে ঘরকে ঠান্ডা রাখার উপায়:

১).আমাদের ঘর কে ঠান্ডা রাখার জন্য ঘরের ভেতরেই বিভিন্ন গাছ রেখে দেই। তাছাড়া অনেক মানুষ আছে ঘরের ব্যালকনিতে ছোট্ট বাগান করে থাকে। ঘরের দরজা বা জানালার কাছে গাছ লাগালে ঘরের ভিতরের গরম তাপ শোষন করে নেয়।

আমরা জানি, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহন করে এবং অক্সিজেন ত্যাগ করে দেয়। ঘরের ভিতরে অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড থাকার কারণে ঘর গরম হয়ে যায়। আর গাছ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ঘরকে শীতল করে দেয়।এজন্য গাছের ভূমিকা অপারিসীম।

২).দিনে যে সময় বেশি গরম পড়বে সে সময় ঘরের দরজা জানালা বন্ধ করে পর্দা টেনে দিতে হবে।এখন ঘরে সরাসরি সূর্যের আলো প্রবেশ করতে পারবে না। ঘরে ফ্যান চালানো থাকলে ঘরের গরম টা কেটে যায়।

৩).বিনা প্রয়োজনে ঘরের ইলেকট্রনিক জিনিস অন করে রাখলে অতিরিক্ত গরম দেখা। দেয় অনেকেই আছে বিনা কারণে ঘরের ভিতর বাতি, টেলিভিশন, চুলা, হেটার, আইরন ইত্যাদি অন করে রেখে দেয়। যার ফলে আরও তাপমাত্র বেড়ে যায় ,অতিরিক্ত গরম তৈরি করে। গরম কমার জন্য বিনা কারণে ইলেকট্রনিক জিনিসপত্র চালানো যাবে না। যথা সম্ভব এগুলো বন্ধ করে রাখতে হবে।

আরো পড়ুন: বিদ্যুৎ বিল কমানোর সহজ পদ্ধতি! এখন থেকে বাড়তি বিলের বোঝা ঝেড়ে ফেলুন!

৪).দুপুরবেলা প্রচন্ড রোদ থাকে তখন ঘরের ফ্লোর গরম হয়ে যায়। তাই গরম কমার জন্য ভেজা কাপড় নিয়ে ফ্লোর মুছে দিতে হবে। এরপর ফ্যান ছেড়ে দিলে ঘরের উষ্ণতা অনেকটা কমে যাবে। ঘরের মোছার পানিতে অল্প পরিমাণ লবণ গুলিয়ে নেওয়া ভালো। লবণ-পানি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে।

৫). ঘরেই এয়াকন্ডিশন তৈরি করুন। এক বাটি আইস কিউব বা বরফ নিয়ে তা ফ্যানের সামনে বা নীচে রাখুন, তারপর ফ্যান চালান। কিছুক্ষণ পর যখন বরফগুলো গলতে শুরু করবে, তখন বাতাস ওই ঠান্ডা পানি শোষণ করবে এবং চারিদিকে ছড়িয়ে দেবে। এতে বরফের জন্য ফ্যানের বাতাস ঠান্ডা হবে এবং সারা ঘরে ঠান্ডা বাতাস ছড়াবে।

বাংলাদেশের এবং বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।