ধর্ম

কোন মসজিদে আযান শুনে ইফতার করব?

আমাদের সমাজে প্রচলিত আছে আযান দিলে ইফতারি করা হয়, অথচ ইফতারি করার জন্য আযানের সাথে কোন সম্পর্ক নেই, ইসলামের দৃষ্টিতে সূর্য ডুবে গেলে ইফতারি করার সুন্নত।

বর্তমানে সবচেয়ে প্রচলিত একটি প্রশ্ন হল ইফতার কোন সময় করব? সূর্য ডুবলে ইফতারি করব নাকি আজান দিলে ? আমাদের সমাজে প্রচলিত আছে আযান দিলে ইফতারি করা হয়। অথচ ইফতারি করার জন্য আযানের সাথে কোন সম্পর্ক নেই। ইসলামের দৃষ্টিতে সূর্য ডুবে গেলে ইফতারি করার সুন্নত। রাসুল (সা:) বলেছেন, সূর্য যখনই অস্ত যাবে, সায়েম (সিয়াম পালনকারী) তখনই ইফতার করবে।[বুখারী ২৯৫৪, মিশকাত ১৯৮৫]
সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করা নবুয়াতের একটি আদর্শ ।

মহানবী (সা:) বলেন,তিনটি কাজ নবুয়তের আদর্শের অন্তর্ভুক্ত; জলদি ইফতার করা, দেরী করে (শেষ সময়ে) সেহরী খাওয়া এবং নামাযে ডান হাতকে বাম হাতের উপর রাখা।[ত্বাবারানী, মু’জাম, মাজমাউয যাওয়ায়েদ ২/১০৫, সহীহুল জামেইস সাগীর, আলবানী ৩০৩৮নং] অথচ, দুঃখজনক হলেও সত্য যে, আমরা সূর্যাস্তের ৩/৪ মিনিট পরে সতর্কতামূলক ইফতার করে থাকি, যা রাসূলুল্লাহ (সা:)এর আদেশের স্পষ্ট বিপরীত।

তবে আপনার মসজিদের আজান যদি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে হয় তাহলে আপনার জন্য ইফতারি করা জায়েজ রয়েছে। বাড়ির পাশের ২/৩ টা মসজিদে খোঁজ নিলেই জানতে পারবেন যে, রমজান মাসে মুয়াজ্জিনরা আগে ইফতার মুখে নেন, তারপরে আযান দেন।

এখন প্রশ্ন হচ্ছে মুয়াজ্জিনরা কার আযান শুনে মুখে ইফতার নেন? আসলে আযান শুনে না, তাঁরা মুখে ইফতার নেন সূর্য ডোবার সাথে-সাথে। মুয়াজ্জিনরা যদি আযান শেষ করে ইফতার করতে যান, তাহলে অনেক দেরি হয়ে যাবে। প্রায় ২, ৩ বা ৪ মিনিটের ব্যবধান হয়ে যাবে রাসুল (সা:) বলেছেন,“তত দিন মানুষ কল্যানের মধ্যে থাকবে যত দিন মানুষ দ্রুত ইফতার করবে।”

আরো পড়ুনঃ ইসলামিক নিয়মে বিবাহ করার উপায়গুলো কী কী

[বুখারী ১৯৫৭; মুসলিম ২৬০৮; আহমাদ ২২৮২৮]সুতরাং কল্যানের মধ্যে থাকতে চাইলে অবশ্যই দ্রুত ইফতার করতে হবে। অবশেষে বুঝতে পারলেন রমজান মাসে ইফতারি করার জন্য আযানের প্রয়োজন হয় না। সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করা জায়েজ হয়ে যায়।

বাংলাদেশেসহ বিশ্বের সকল খবর সবার আগে জানতে অনুলিপির সাথেই থাকুন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।