কী কী নিয়ম মেনে চললে মোবাইলের ব্যাটারি ভালো থাকবে?
আমর অনেকেই জানি না কিভাবে বেশি দিন মোবাইলের ব্যা,টারি ভালো রাখতে হয়। আজকের প্রতিবেধনে আমরা জানবো কী নিয়ম মানলে মোবাইলের ব্যা,টারি ভালো থাকবে?
অনুলিপি ডেস্কঃ মোবাইল মানুষের নিত্যদিনের সঙ্গী। মোবাইলের ব্যা,টারি মোবাইলকে সচল রাখে। আমরা সারাদিন মোবাইলে নানান কাজ করে থাকি। মোবাইলের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ব্যাটারি। মোবাইলের ব্যাটারি যদি ভালো না হয় তাহলে মোবাইল চালিয়ে মজা পাওয়া যায় না। মোবাইলে চার্জ না থাকার অন্যতম কারণ ব্যাটারির সমস্যা। এ কারণে মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায়। বারবার চার্জ দিতে হয় যা খুবই বিরক্তিকর। এজন্য আপনাকে জানতে হবে কিভাবে ব্যাটারি ভালো রাখা যায়। চার্জ যদি একেবারেই না থাকে তাহলে ব্যাটারি পরিবর্তন করতে হবে। চার্জ যদি স্বাভাবিকের তুলনায় দ্রুত শেষ হয় তাহলে কিছু নিয়ম অনুসরণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাই, মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় জানা থাকা আবশ্যক। মোবাইলের ব্যাটারির যত্ন যত ভালো হবে এটি ততো আমাদেরকে ভালো সার্ভিস দিতে পারবে চার্জ ভালো থাকবে। প্রযুক্তির এই দিনে প্রতি মুহূর্তের দরকারি একটি ডিভাইস এন্ড্রয়েড মোবাইল বা এন্দ্রয়েদ ডিভাইস।
আর এই ডিভাইসটিকে সকলের কাছে সহজ লভ্য করতে এর বেশিরভাগ ব্রান্ড তাদের মান শতভাগ ঠিক রাখতে একটু হলেও ব্যর্থ হন। এর ফলে সহজ মূল্যে পেলেও এই ডিভাইসটি কেনার প্রথম এক বছরে শতকরা ৭০ জনের ব্যাটারি তার চার্জ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। তবে কিছু বিষয় যদি প্রতেক এন্দ্রয়েদ ডিভাইস ব্যবহারকারী মেনে চলে তাহলে মোবাইলের ব্যাটা,রি অবশ্যই ভালো থাকবে। কিন্তু আমরা কখনোই জানতে চাই না আমাদের সখের বা দরকারের মোবাইলটি কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে । আজকে আমরা জানবো, কিভাবে মোবাইল চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে।
মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য ১০ টি টিপস দেওয়া হলো:—
১. সঠিক নিয়মে চার্জ করা> আমরা অনেকেই আছি মোবাইলের ফোনের চার্জ ০% পারসেন্ট না হওয়া পর্যন্ত ফোন ব্যবহার করতেই থাকি কিন্তু তা করা ঠিক না । মোবাইলের ফোনের চার্জ একবারে শেষ হয়ে যাওয়ার পর চার্জে দিলে মোবাইলের ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় আর খেয়াল করে দেখবেন এবং চার্জ না থাকায় অবস্থায় বন্ধ হওয়ার পর চার্জ দিলে আবার সচল করতে অনেক সময় লাগে। মোবাইলের ব্যা,টারি ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে রক্ষা করতে অবশ্যই মোবাইল ফোনের চার্জ ২০% থাকা কালীন চার্জ দিন এবং ১০০% হয়ে গেলে চার্জ থেকে খুলে ফেলুন। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যেন মোবাইলের চার্জ ০% না হয়ে যায় যদি ০% হয়ে ফোনটি বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে তা চার্জ হতে অনেক সময় হয় ব্যাটারির মধ্যে থাকা জিনিস গুলোর ক্ষতি করে ।
২। ব্যাটারি ভালো রাখার উপায় > মোবাইলের ব্যবহার সঠিকভাবে করতে পারলে সহজে ব্যাটারি নষ্ট হয় না। ব্যা,টারির উপর চাপ যত কম পড়বে ব্যা,টারি তত বেশি কর্মক্ষম থাকবে। দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে এবং ব্যাটারি ভালো রাখতে নিচের নিয়মগুলো মেনে চলতে হবে- ব্রাইটনেস: দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় ব্রাইটনেস অটো দিয়ে রাখা। অ্যাপস: অপ্রয়োজনীয় অ্যাপস মোবাইল থেকে আনইন্সটল করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে প্রসেস হয় এরকম অপ্রয়োজনীয় অ্যাপস এর ব্যবহার বন্ধ করে রাখতে হবে। ব্যাটারি সেভার: ব্যা,টারি সেভার হলো বিপদের বন্ধু। দীর্ঘ সময় মোবাইলের চার্জ ধরে রাখার জন্য এটি ব্যবহার করা হয়। এটি খুবই কার্যকরী পদ্ধতি। যদিও এর কারণে কিছু ফিচার পাওয়া যায় না। ইন্টারনেট: ডাটা এবং ওয়াই ফাই ব্যবহারের পরে তা বন্ধ করে রাখাই ভালো। এতে করে ব্যাকগ্রাউন্ড চার্জ খরচ হয় না। Internet চালু থাকলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়।
৩। ব্যাটারি অপ্টিমাইজেশন অ্যাপ ব্যবহার > অ্যানড্রয়েড মোবাইল ফোনে সব সময় কিছু না কিছু অ্যাপ কাজ করতে থাকে। তাছাড়া কিছু ব্যাকগ্রাউন্ড ফাংশন, যেগুলোর দরকার নেই সেগুলো ফোনের চার্জ ব্যবহার করতে থাকে। ব্যাটারি অপ্টিমাইজেশন অ্যাপ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ করা যায়। ফলে ব্যাটারির চার্জ থাকে দীর্ঘ সময়। এ রকম কিছু অ্যাপ হলো ব্যাটারি ডক্টর, ক্যাসপারস্কাই ব্যাটারি লাইফ, ব্যাটারি পিআই অ্যান্ড অপ্টিমাইজেশন।
৪।সারা রাত চার্জ নয় > অনেকেই রাতের বেলা ঘুমানোর সময় মোবাইল চার্জে লাগিয়ে ঘুমিয়ে পরি এর ফলে ফোন অভার চার্জ হয় গরম হয়ে যায় যদিও আজ কালের ফোনগুলো তে ১০০% চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া বন্ধ করে দেয় এর ফলে ফোন গরম হয় না। কিন্তু সবচেয়ে ভালো হয় সারা রাত মোবাইল ফোন চার্জে না দিয়ে রাখা ।
৫। চার্জার পিন > মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় চার্জার পিনের সাথে বেশি জোরাজুরি করে চার্জিং পিন ঢুকাতে যাবেন এতে চার্জার পিন ভেঙ্গে যেতে পারে । আবার চার্জার পিন লাগানো অবস্থায় ফোন ব্যবহার করতে গিয়ে হুট করে যেন টান দিবেন না।
৬। ফাস্ট চার্জিং >আপনার মোবাইল ফোনে ফাস্ট চার্জিং ব্যবস্থা না থাকলে অন্য কারো টা দিয়ে ফাস্ট চার্জিং করতে যাবেন না এতে ফোন অনেক গরম হয়ে যাবে ।
৭। হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যা > ফোনের ব্যাটারি ছাড়াও হার্ডওয়ার ও সফটওয়ার এর কারণে দ্রুত চার্জ শেষ হয়ে যেতে পারে। মোবাইলের মাদারবোর্ডের সমস্যার কারণে বিশেষ করে যান্ত্রিক ত্রুটির জন্যে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। কোন ভাইরাসের(Virus) আক্রমণে সফটওয়্যার ক্ষতিগ্রস্ত হলে চার্জে সমস্যা হতে পারে। এজন্য Apps ইন্সটল করার ক্ষেত্রে সতর্ক হতে হবে।
৮। নিজস্ব চার্জার ব্যবহার > অবশ্যই মোবাইল ফোন টি চার্জ করার সময় মোবাইলের সাথে যে চার্জার দেওয়া হয়ে থাকে ঐ চার্জার টি ব্যবহার করবেন । মোবাইলের ফোন কোম্পানি আপনার ফোনের ব্যাটারি কত পরিমাণ চার্জ কিভাবে নিবে সেসব নির্ধারিত করে রাখে চার্জারে মানে কত ভোল্ট এ চার্জ হবে।
আরো পড়ুন: নিউ ইয়র্কের রাস্তার নাম এখন বাংলাদেশ স্ট্রিট
আবার অনেক সময় দেখা যায় ফোনের চার্জার ভুলে রেখে এসেছেন অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ দেওয়া ছাড়া উপায় নাই সেটি আলাদা বিষয় ঐ সময় চার্জ দেওয়া ছাড়া উপায় নাই । কিন্তু আপনি অন্য সময় অবশ্যই নিজস্ব চার্জার ব্যবহার করার চেষ্টা করবেন এতে মোবাইলে ফোন ব্যাটারি ভাল রাখাতে পারবেন ।
৯। ব্যাটারির তাপ > অনেক সময় দেখা যায় অনেকের মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় পিছনে অর্থ্যাৎ ব্যাটারি গরম হয়ে যায় এজন্য চার্জ দেওয়ার সময় ফোন ব্যাক কভার লাগানো থাকলে তা খুলে চার্জ দিবেন এতে গরম কম হবে ।
আবার ভালো হয় যদি ফোন টি বন্ধ করে চার্জ দেন এবং মোবাইলের ফোন কোন বন্ধ জায়গায় রাখবেন না এতে মোবাইল ফোনের ব্যাটারি থেকে যে প্রতিনিয়ত উত্তাপ সৃষ্টি হয় তা বের হতে না পেরে গরম হয়ে যায় ।
১০। যেকোনো চার্জার বা পাওয়ার ব্যাংক ব্যবহার > অন্য ব্র্যান্ড বা মডেলের চার্জার এবং পাওয়ার ব্যাংক ব্যবহার করলে স্মার্টফোনের ক্ষতি হতে পারে। এতে ব্যাটারির আয়ু কমে যায়। অনেক ক্ষেত্রে সস্তা চার্জার ব্যবহার করার ফলে ব্যাটারিতে আগুন পর্যন্ত লেগে যাওয়ার ইতিহাস আছে। তাই এ ধরনের কাজ এড়িয়ে চলতে হবে।